হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
এই প্রথম কোন বীরশ্রেষ্ট’র সমাধি দেখলাম। ঘুমন্ত দেশ প্রেমটা যেন বুকের ভিতর নাড়া দিয়ে উঠলো। আমরা যখন বীরের সমাধিতে পৌছালাম তখন সূর্য অনেকটাই পশ্চিম আকাশে হেলে পড়েছে।
মোটামুটি ক্লান্ত একটা পরিবেশ। রেল লাইনের পাশ দিয়ে একটা মেঠো পথ কিছু দুর যেতে ধেমে গেছে বীরশ্রেষ্ট’র সমাধি কাছে। এর পর দিগন্ত বিসৃত মাঠ, মৃত খাল, দুরের গ্রাম ফসলের মাঠ। এই সমাধি ক্ষেত্রে বীরশ্রেষ্ট মোস্তফা কামাল ছাড়াও আরো দুজন বীর মুক্তিযোদ্ধার সমাধি আছে, যদিও তাদের নাম-পরিচয় সমেত কোন ফলক আমার চোখে পড়েনি।
১৮ এপ্রিল ১৯৭১ইং বীরশ্রেষ্ট সিপাহী মোঃ মোস্তফা কামাল শাহাদাৎ বরন করেন।
তাকে ব্রাক্ষনবাড়িয়া জেলার দরুইন, গঙ্গাসাগর নামক স্থানে সমাধিস্থ করা হয়। মহান বীরে'র প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।