আমাদের কথা খুঁজে নিন

   

বাজে খেলা

A Prayer that can change our life

আজকে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড খেলা হচ্ছে। রাতে খাওয়ার পরে যখন টেলিভিশন অন করলাম দেখলাম 1 উইকেটে 19 রান। তারপর মেইল চেক করতে বসলাম। কিছুক্ষন পরে দেখলাম 39 ঐ এক উইকেট এ। তারপর যখন দেখলাম 3 উইকেট এ 53 রান। এই লেখাটা লেখার আগে দেখলাম আশরাফুল মামা একটা ছয় ও একটা চার মারল। মনটা আনন্দে ভরে গেল। এখন প্রশ্ন হচ্ছে মামারা (বাবার শ্যালক আমার নয়) কি পারবে আজকে বাকিটুকু চমক দেখাতে? পারলে তো ভাল না পারলেও আমাদের কিছু করার নেই। আমরা শুধু দেখতেই পারব!!! যা হোক দোয়া করি যেন মায়ের ভাইয়েরা ছমক(চমক) দেখাতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।