ইদানিং চারিদিকে মানুষের চারিত্রিক অধঃপতনের খবর এতো জোরেসোরে আসতেছে যে,নিজে মোটামুটি পুরুষ হয়ে উঠায় নিজেকে নিয়ে আমার নিজের খুব ভয় হচ্ছে। মানুষের মাঝে ভাল-মন্দ দু'টি সত্বা সদা বিরাজমান থাকবে সেটা স্বাভাবিক। তবে পশু সত্বার দমন ও মানবিক সত্বার প্রতিপালনের মধ্যে মানুষের মনুষ্যত্বের উপস্থিতি। যা করতে পারলে মানুষ হিসাবে একজন মানুষ নিজের মানটুকু রাখতে পারে।
কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা এ কী দেখছি!! বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূত থেকে শুরু করে তথাকথিত শিক্ষক(!!!) সাথে সাথে আম-জনতার বেশ একটা অংশ কে কার থেকে সেরা কুত্তা হতে পারবে সে প্রতিযোগিতায় লিপ্ত! আরে শুয়োরেরা জীবনের এত বড় অপমান করছিস কেন তোরা? তোর জীবন তো উচ্ছন্নে গেল গেল, অন্য এক মানুষের জীবনকে যে ধ্বংস করে দিলি সে কথা কোনদিন ভেবেছিস? আমার তো মনে হয় তোদের বিষ্ঠাভোগী কোন কুত্তা কিংবা তদপেক্ষা নিকৃষ্ট কোন জীব হিসাবে পৃথিবীতে আসার কথা ছিল তোদের।
মানুষ হিসাবে পৃথিবীতে আসার সুযোগ কি করে পেলি তোরা? লজ্জা লাগে না তোদের? ধিক তোদের ধিক!
যদি স্বাভাবিক বয়সটা পাস, তবে জীবনের অন্তিম পর্যেয়ে গিয়ে যখন তোদের খাওয়া আর পায়খানা একাকার হবে তখন একবার চিন্তা করে দেখিস; জীবনের উপযুক্ত তোরা ছিলি কিনা? তোরা যতদিন মানুষের মনে থাকবি,ততদিন তাদের মাঝে মানুষ রুপী এক কুত্তা কিংবা তদপেক্ষা নিকৃষ্ট কোন হায়েনার উপমা হিসেবে বিবেচিত হবি।
আমার ভয় এখানে যে, আমি নিজেও আজ আমার শৈশব,কৈশর পেরিয়ে যুবক জীবন অতিবাহিত করতেছি। নিজের ভিতর কুপ্রবৃত্তির জ্বালাতন সহ্য করি তা একেবারেই অস্বীকার করবো না। মহান প্রভুর নিকট নিজের এই প্রশু প্রবৃত্তি নিবারণে সব সময় আশ্রয় প্রার্থনা করি। সাথে সাথে নিজের অন্তরাত্মার হাতে পায়ে ধরে বলি প্লিজ তুই আমাকে কুত্তাদের পর্যায়ে নামিয়ে নিস না।
যদি ভবিষ্যতে আমার দ্বারা এমন নিকৃষ্ট অপকর্ম হবার সম্ভাবনা থাকে ,তবে তার আগে যেন আমার জীবনলীলা সাঙ্গ হয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।