আমাদের কথা খুঁজে নিন

   

আয়ারল্যান্ডকে কেনো স্থায়ী সদস্যপদ দেয়া হইবে না ঃ আইছিছি জবাব চাই

সযতনে খেয়ালী!

ভারতরে ক্যাচা দিয়া শুরু করছিলো বিশ্কাপ মিশন, দক্ষিণ আফ্রিকারে দিয়া সেই ক্যাচারে সামান্য সাসটেইনেবল করছে, ইংল্যান্ডরে প্রায় খোয়াড়ে ফেলাইয়া দিয়া বিশ্বরে দেখাইছে, "বাংলাদেশ এখন ফ্লুক ছাড়াই জিততে পারে, নিদেনপক্ষে ভালো খেলতে পারে"। শ্রী-লংকা, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কাছে 'সাইজ' হইয়া বাশার ভাইয়ের অবস্থা করুণ। আজিকে কি হচ্ছে? যে আয়ারল্যান্ড অস্ট্রেলিয়ার বাতাসে উড়েই গেছিলো সেই আয়ারল্যান্ডের কীরূপ আজ! 'শক্তিশালী' বাংলাদেশের কিনা 243 রান করে ফেললো! বাংলাদেশ আদতে কতোটা শক্তিশালী সেই হিসাবে গিয়া লোকজনের মাইর খাওয়ার কোন ইচ্ছা আমার নাই। শব্দটা আমি চৌধুরী জাফর উল্লাহ্‌ শরাফত ভাইয়ের কাছ থেকে ধার করে চালাইয়া দিলাম। যাইহোক, আপাতদৃষ্টিতে মনে হয় বাংলাদেশের বিশ্বকাপ মিশন সাকসেসফুল (ভাবেসাবে মনেহয় আশরাফুলের মতোই এই ব্যাটা বাংলাদেশের আরেকজন খেলোয়াড়)।

বড় দলরে তো হারাইলোই, এইবার আয়ারল্যান্ডের কাছে হারলে ক্ষতি কি? আমিও তাই কই, কোন ক্ষতি নাই। তবে আয়ারল্যান্ড যে খেলা দেখাইলো তাতে আমার মনেহয় বাংলাদেশের খেলোয়ারদেরই বাহ্‌বা দেওয়া উচিৎ। অতিরিক্ত খাতে তেইশ তেইশটা রান, চাট্টিখানি কথা? কতো বন্ধুসুলভ হলে এতোটা উদার হতে পারে ফিল্ডিং পক্ষের খেলোয়াড়েরা সেটা বলাই বাহুল্য। অবশ্য বাংলাদেশের বন্ধুসুলভ আচরণ নিয়ে ভ্রুকুটি কোন শালাই করতে পারবে না। করার সেই সুযোগটিও আমরা দেবো না।

সেই বন্ধুত্বের সুবাদেই বলছি - আয়ারল্যান্ড কে আইসিসি-র স্থায়ী সদস্যপদ দেয়া হোক। আয়ারল্যান্ডও সরাসরি অন্যান্য দলের সঙ্গে খেলার দাবী জানাতে পারে। তবে ভাইসব, বন্ধুসুলভ বাশার ভাইয়ের জন্য শুভকামনা জানান আর না জানান, আমাদের দেশটার জন্য শুভকামনা জানাইতে ভুইলেন না। এতোক্ষণ গাঁজাখুরি কথা বললেও আয়ারল্যান্ডকে অনায়াসেই হারাতে পারবে এই বিশ্বাসটুকু এই অধমের আছে। আর যদি আইজকা আয়ারল্যান্ড জিতেই যায় তাইলে আর কি, কাইন্দাতো আর লাভ নাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।