বৃহস্পতিবার সিলেট স্টেডিয়ামে বাংলাদেশকে জয় এনে দেয় মূলত পান্না-সালমাদের নিয়ন্ত্রিত বোলিং।
টস জিতে ব্যাট করতে নেমে খুব বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৬ রান তোলে তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন শারমিন আক্তার। ৪৬ বলের ইনিংসটি সাজানো ছিল ৩টি চারে।
রুমানা আহমেদ ১৪ বলে ১৬ এবং আয়েশা রহমান ১৯ বলে ১২ রান করেন।
১০৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ডের মেয়েরা। বাংলাদেশের মেয়েদের গোছানো বোলিংয়ের কারণে দ্রুত রানও তুলতে পারেনি তারা।
শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ৮৯ রানে থামে তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন সেসেলিয়া জয়েস।
বাংলাদেশের পক্ষে ২৫ রানে ৩ উইকেট নেন পান্না ঘোষ। এছাড়া ৮ রানে ২ উইকেট নিয়েছেন অধিনায়ক সালমা খাতুন।
এটি টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় জয়। গ্রুপ পর্যায়ে শ্রীলঙ্কাকে ৩ রানে হারিয়ে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।