আমাদের কথা খুঁজে নিন

   

আমার ব্লগ: কেউ পড়েনা

অচেনা পথে হাটতে চাই অনেক দুর

: দোস্ত তুই কই? : পার্কে। : পার্কে???কোন পার্কে??? : কেসিওবেরী। ওখানে কি করিস? : কিছুনা। ভাল লাগছেনা। : আচ্ছা তুই থাক, আমি আসতেছি।

বন্ধুর আগমন: : কিরে ব্যাটা মুখটা বাংলা পাঁচের মত করে রেখেছিস কেন? তোর বউ মরছে নাকি? : আরেনা কিছু হয় নাই। : তাইলে তোরে এমন দেখায় কেন? : নারে দোস্তমনটা খারাপ। : কি হইছে আমারে বলবি তো নকি। : কইলাম না কিছুনা। বন্ধু আর আগ্রহ না দেখাইয়া তার প্যাচাল শুরু করলো।

আরে দোস্ত একটা কাহীনি কইরা ফালাইছি। একটা সাইটে রেজিস্ট্রেশন করছি, মানে মনে কর একটা ব্লগ টাইপের, সবাই লেখালেখি করে আর কি, বুঝছস? গম্ভীর বন্ধু মুখের তালা খুলে বললো তারপর কি হইলো? আরে বলিস না প্রথম দিনই ঝেড়ে দিলাম একটা পোষ্ট, শিরোনাম দিলাম 'xxxxxxxxxxxxxxxx' তার পরই কমেন্ট আর কমেন্ট, একেবারেই পপুলার হয়ে গেলাম প্রথম দিনই। বন্ধুটি আবার: এরপর কি হইলো? আরে বলিস না এরপর ডেইলি পোষ্ট দিনে রাতে দুঘন্টা পরপরই পোষ্ট , কমেন্ট আর কমেন্ট। মনে কর একেবারে টপে আছি আমি। :আচ্ছা দোস্ত তোর লেখার টপিকটা কি? : আরে টপিক লাগে নাকি সারা দিন যা করলাম তাই ঝেড়ে দেই, মাঝে মাঝে নিজের কিছু শেয়ার করি।

: যেমন যেমন?? : যেমন সকালে কি খাইয়া বাহির হইলাম, ইউনিভার্সিটিতে কি করলাম, আমি কি জামা কাপড় পড়ি, আমার জুতার সাইজ কত, আমার রুটি বেলা কেমন হয়, আমি কবে কোথায় যাই, আমার ভাই বোন কয়জন, আরো কত কি। : আচ্ছা পাবলিক তোর এগুলা পড়ে?? : পড়বোনা মানে, পড়ে ত, আর কমেন্ট আর কমেন্ট দেয়। , আর মাঝে মাঝে একটু কাদাছোড়াছুড়ি করি এতে আরো কমেন্ট পড়ে আর পাবলিক ও খায় লেখা। : দোস্ত একটা জিনিস বুঝলামনা, এইসব জিনিস পাবলিক খায়, আবার কমেন্ট ও দেয়? : হ হ দেয়। : আচ্ছা তোর ব্লগ নামটা কি? : ওইটা আরো মজার, একটা মাইয়ার নাম দিয়া ব্লগ খুলছি।

: কি কস। তোর শরম লাগেনা। ভুয়া জিনিস দিয়া মানুষরে ঠকাইতেছস? :আরে কি কস। শরমের কি আছে। এইগুলান তো মজা।

মজার ভিতরে আবার সিরিয়াস কিয়ের। : তোরে দেখাই একটা জিনিস। সঙ্গে সঙ্গে সাথে থাকা ল্যাপটপ টা বের করে একটা সাইটের ঠিকানা দিয়ে অপর বন্ধুটিকে দেখালো তার ব্লগটি। আজব, সত্যিই এত কমেন্ট, আর মাশাল্লা পোষ্টের ছড়াছড়ি, হিট নামক একটা বন্তু ও আছে, তাও মাশাল্লা বেশ ছুয়ে গেছে। বন্ধুটির মন আবারো খারাপ হয়ে গেল।

: কি মামা কেমন দেখলি। মজার না। আচ্ছা এবার কও মামা তোমার কি হইছে মনটা খারাপ কেন? দেশের লাইগা মন কান্দে? নাকি লিনডার লগে কাইজা করছো? অপর বন্ধুটি চুপ। কোন কথা নেই মুখে। : আরে কি হইছে কথা ক।

আজাইরা বইসা বইসা ভাব মারতাছে। বন্ধুটির বকবকানিতে অপর বন্ধুটি বললো 'হুমমম দোস্ত আমার ও একটা ব্লগ আছে, আমি কোন আজাইরা পোষ্ট দেই না, আমার নিক কোন মাইয়ার নিক ও না, আমি কোন কাদা ছোড়াছুড়ি ও করি না' : তাতে কি হইছে? :তেমন কিছুনা, আমার ব্লগ কেউ পড়েনা। (গল্পটি কাল্পনিক, কোন চরিএের সাথে এর মিল নাই, শুধু শুধুএই গরীবরে ফাসাইয়েন না। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.