আমাদের কথা খুঁজে নিন

   

চিন্তার জগতে আলোড়ন।। এডওয়ার্ড সাঈদ বিরচিত 'ওরিয়েন্টালিজম'।।



পৃথিবীতে এরকম বই খুব বেশী লেখা হয় নাই। যে বই পড়ার আগের পাঠক ও পরের পাঠক এক থাকতে পারেনা। ওরিয়েন্টালিজম তেমনি একটা বই। এডওয়ার্ড সাঈদকে একসময় সন্দেহ করতাম। পাশ্চাত্য বিরোধীতা কেন করেন? এই ভাবনা থেকে।

কিন্তু যতই তাকে জানতে লাগলাম, তাকে পড়তে লাগলাম। বুঝতে পারলাম আসলে তিনি কারো বিরোধীতা করেন না। শুধো সত্যি কথা গুলোকে দাড় করান মিথ্যের মুখোমুখি। তার এই বইটা বলা যায় সমস্ত পাশ্চাত্য সাহিত্যর জন্য হুমকিস্বরূপ। য়ুরোপ আমেরিকার প্রায় সমস্ত দেশগুলো যেসব দেশ তাদের সভ্যতা, ইতিহাস নিয়ে বলা যায় গর্বই করে থাকে।

সে সব দেশের ইতিহাস আর সাহিত্য ঘেঠে দেখালেন আসলে একটা গলদের ওপর ভিত্তি করেই পাশ্চাত্যর জ্ঞানের জগত গড়ে উঠেছে। পশ্চিমের আতংকিত হবারই কথা। সাঈদের পড়া শুনার এলাকা ব্যাপক। ফ্রানস, বৃটেন, ইটালি, আমেরিকার এন্তার এন্তার লেখককুলকে তিনি কাঠগড়ায় দাড় করান এ বইয়ের মাধ্যমে। আর সবার বই ঘেঠে বের করে দেখান তাদের গলদ।

এদের মধ্যে পশ্চিমের প্রায় সব বাঘা বাঘা পন্ডিত রা আছেন। ইভেন কার্ল মার্কসও বাদ যাননা। আসলে আমার বিশ্বাস এ বইটি পড়ার পর কারো চিন্তার জগতই আর আগের মত থাকার কথা নয়। যারা ইতিমধ্যে পড়েছেন তারা মানবেন আশা করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।