আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালের ভবিষ্যত দর্শনঃ বাজারদর



আমাদের মহামান্য বিজ্ঞানী (নাম প্রতিরক্ষার কারণে ঘোষণা করা যাইল না) টাইম মেশিন তৈয়ার করিয়াছেন , আমি (গিনিপিগ?? ফুঃ । মানুষ মাত্রই গিনিপিগ, কেহ বিজ্ঞানীর, কেহ রাষ্ট্রনীতির)তাহাতে চাপিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াই ও তথ্য সংগ্রহ করিয়া থাকি । এমৎ এক সময় আমি টাইম ভ্রমণ করিতেছিলাম ও এক অদ্ভুত ঘটনার সম্মুখিন হইলাম ..... ---> সাল : প্রতিরক্ষার কারণে উপস্থাপন করা যাইল না । (আসল ব্যাপার তাহা নহে, আমাদের মহামান্য বিজ্ঞানী মহাশয় টাইম মেশিন বানাইয়া তো ফেলিয়াছেন কিন্তু দারিদ্্রতার কারণে উহাতে মিটার বসান নাই, ফলাফল : আমি টাইম মেশিনে ঘুরিলেও সাল জানিতে পারি না । ) স্থান : সিলেট, বঙ্গদেশ ।

মুদ্রা পরিমাপ : 1টাকা = 100 ডলার । [পাঠক/পাঠিকা সচেতনতা ঃ স্বপ্ন আমি দেখি ঠিকই, কিন্তু যদি সত্য হইত , বঙ্গসন্তান রা ভাগ্যবান হইত । কারণ মহামান্য রাষ্ট্রনেতারা তাহাদের মনমত খাইয়া যাহা অতিরিক্ত রাখিত, তাহাতে অন্তত পক্ষে অনাহারে কেহ মরিত না । ] পতি ও পত্নীর আলোচনা - [বঙ্গদেশে এখন নারী প্রবল পরাক্রমী । অর্থাৎ উহারা সর্বদা শনির ন্যায় মস্তকে বিরাজ করেন ।

] পত্নী : "কি ব্যপার ? রাত্র দুইটায় বাহির হইয়াছ , আর বিকাল চারটায় ফিরিলে ? কোথা ছিলে ?" পতির করুণ আবেদন : " আহা ভারতবর্ষ ঘুরিতে যাইব , ভিসা লাগিবে না ? ভিসা আনিতে গিয়াছিলাম । " পত্নী মুখ বিক্রীত করিয়া ঃ"ভিসা আনিতে গিয়াছিলে না নতুন করিয়া বিবাহ করিতে ? যাইব ত ঘুরিতে ভারতবর্ষ, অত হিসাব কিসের ?" পতির ব্যাখ্যা :" বিল গেটস না কাহার নাতনী আসিয়াছে, উহার টাকা ফুরাইয়া গিয়াছে । উহার ডলারের হিসাব লইয়া প্রায় দক্ষ-যজ্ঞ কাণ্ড । উহার জন্যই বিলম্ব হইল । " পত্নী ভ্যাংচাইয়া বলিল : "হইয়াচে ।

কত মুরোদ তোমার তা আমি জানি । এখন বাজার করিয়া সবজী লইয়া আসো । তুমি আমারে বলিয়াছিলে আজ BMW গাড়ী কিনিয়া দিবে ?" পতি : "কি যে বল ! মূল্য জান ? 7500 টাকা !" পত্নী :" তা দিবে কেন ? পাশের বাড়ির রমা গাড়ী কিনিল । অ্যাম্বাসাডর । মূল্য জান ?? 20,000 টাকা ।

কি সুন্দর গাড়ী । ঘরে থাকিবার জন্য 2000 টাকা দিতে পার , 7500 টাকার গাড়ী কিনিয়া দিতে পার না ?? 20,000 টাকার গাড়ী তো অনেক দূর । " --- এ সকল শুনিয়া ভ্যাবাচ্যাকা খাইলাম । কি করিব বুঝিতে পারিতেছি না । হঠাৎ সকল বস্তু অন্ধকার হইয়া যাইল ।

চক্ষু মেলিলাম, দেখিলাম মহামান্য বিজ্ঞানী মহাশয় হারিকেন হাতে লইয়া বসিয়া রহিয়াছেন । আমায় দেখিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন : "কারেন্ট চলিয়া গেল ... আ মোর বঙ্গদেশ। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।