অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন বিশেষ প্রতিবেদকঃ সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে,চলমান বিপিএল এর কারণে দেশ জুড়ে দাম্পত্য কলহ,মনোমালিন্য,পারিবারিক অশান্তি আশংকাজনক হারে বেড়ে গেছে । বিশেষ করে যে পরিবারে খেলা পাগল স্বামী ও হিন্দি সিরিয়াল পাগল স্ত্রী রয়েছেন সেসব পরিবার চরম সংকটময় মূহুর্ত পালন করছে বলে গবেষণা প্রতিবেদনটিতে উল্ল্যেখ রয়েছে। তাছাড়া এই দুই অবস্থার কারণে টিভি রিমোটের অবস্থা বারোটা বাজছে বলে জানিয়েছেন বিশিষ্ট রিমোট মেইকার জনাব আবুল ।
তার ব্যবসার এখন রমরমা অবস্থা বলে জানিয়েছেন তিনি ।
এই পারিবারিক কলহ,দাম্পত্য অশান্তি থেকে দেশকে মুক্তি দিতে অবিলম্বে বিপিএল টুর্নামেন্টকে এই দেশ হতে বিতাড়ন করা উচিত বলে মনে করেন এক স্বঘোষিত বুদ্ধিজীবি । তার মতে,দাম্পত্য শান্তি বিনষ্ট করে এমন কিছুকে প্রশ্রয় দেয়া উচিত নয় । তাছাড়া অনেক পরিবারে এমন স্বামীও রয়েছেন যারা বাসায় টিভিতে খেলা দেখতে না পেরে টিকিট কেটে মাঠে খেলা দেখতে চলে যাচ্ছেন,সেসব পরিবারের স্ত্রীরা উপর্যুপরি বাপের বাড়িতে যাওয়ার হুমকি দেখিয়ে স্বামীদের ঘরে আটকে রাখার চেষ্টা করছেন বলে জানা গেছে।
ছবিঃ অন্তর্জাল থেকে ।
নিছক বিনুদন,সিরিয়াস কিছু নহে এবং ইহা কাকতাল মাত্র,মিল খুজিয়া পাইলে লেখকের দোষ বাহির করা যাইবে না । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।