আজ সাউথ আফ্রিকা বাংলাদেশ ম্যাচ। প্রশ্নাতীত বাংলাদেশ তাদের সেরা পারফরমেন্স দেখাবে।
কিন্তু সাউথ আফ্রিকা কি করবে? বাংলাদেশের সামনে কি তারা তাহলে অসহায় নাকি কিছুটা হলেও প্রতিরোধের দেয়াল তুলতে পারবে?
সে কথা জানতেই কাল রাতে ফোনে কথা হয়েছিল SA'র অধিনায়ক গ্রায়াম স্মিথ এর সাথে, জানতে চেয়েছিলাম বাংলাদেশের বিপক্ষে তাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-এর প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে।
এরকম একটি অবিস্মরনীয় সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরতে বাংলায় অনুবাদ করে উপস্থাপন করা হল
স.চ. হ্যালো, হ্যালো ওওওওও ... ভাই কেমন আছেন?
SA capt- জি্ব, ভাই ভাল, আপনি?
স.চ. ভাই এ মুহূর্তে আমার অবস্থা বলতে পারছিনা, তবে আপনার সাক্ষাৎকার শেষে বলতে পারব কেমন আছি?
স.চ. প্রথমেই আসি কালকের ম্যাচ প্রসঙ্গে, প্রস্তুতি কেমন আপনাদের?
SA capt- প্রস্তুতি মোটামুটি, আমরা বাংলাদেশকে কোন অংশে হালকাভাবে দেখছিনা। এ নিয়ে আমরা টিম মিটিং করেছি সেখানে নতুন নতুন কিছু সিদ্ধান্তও নেয়া হয়েছে।
আমরা সেভবেই খেলার চেষ্টা করব।
স.চ. আপনারা যদি টসে জিতেন তখন কি ধরনের সিদ্ধান্ত নেয়া যেতে পারে
SA capt-মাঠের অবস্থা যাই থাকুক না কেন টসে যদি আমরা জিতি, তখন অবশ্যই প্রথমে BD অধিনায়কের সাথে সদা পরামর্শ করে সিদ্ধান্ত নিব। সিদ্ধান্ত সেক্ষেত্রে BD'র অনুকুলেই থাকবে।
স.চ. বোলিং প্রসঙ্গে আসি, কেমন প্রস্তুত বোলাররা?
SA capt- আপনাকে শপথ বাক্যটা শোনাই "আমি শপথ করিতেছি যে, আমি প্রত্যেক ওভারে আমার সাধ্যনুযায়ী এঙ্ট্রা রান দিব, যাহাতে BD'র রানের ঘাটতি না হয়, আমি এও শপথ করিতেছি উইকেটের প্রতি আমার সমস্ত লোভ সংবরন করিয়া বোলিং করিব, উইকেট রক্ষার দায়িত্বকে নিজের কর্তব্য বলিয়া ভাবিয়া লইব। " বুঝলেন তো আমার বোলাররা ইতোমধ্যে পুরোটা মুখস্থ করে ফেলেছে এবং মাঠে নামার পূর্বেও এ শপথ বাক্য পাঠ করানো হবে বলে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে।
স.চ. বা ! বা! আপনার বোলারা দেখছি বেশ সিরিয়াস !
SA capt- সিরিয়াসের দেখছেন কি? ধরেন BD'র প্লেয়ারদের অসর্তকতার জন্য কোন বল যদি স্ট্যাম্প হিট করে সেক্ষেত্রে শপথ বাক্য অমান্য করার অপরাধে তাকে সাথে সাথে ওই ওভার থেকে সাসপেন্ড করা হবে, এমনটি কেউ আপিল পর্যন্ত করবেনা, কিন্তু আপিল যোগ্য কোন সিচুয়েশন তৈরী হলে আম্পায়ার সাহেব যদি নিজ বিবেচনায় হাত তোলার জন্য প্রস্তুতি নেন তাহলে বোলাররা আম্পায়ারকে ...... বলে কনভিন্স করবে। এবার বুঝেন।
স.চ. জ্বী ভাই চেষ্টা করছি আপনাকে বুঝতে
স.চ. এবার ব্যাটিং ডিপার্টমেন্ট-এ আসি, ব্যাটিং অ্যাকশন নিয়ে কি ভাবছেন?
SA capt-"সবার উপর বোলার সত্য, তাহার উপর নাই" BD'র বোলাররা সর্বকালের সর্বশ্রেষ্ঠ এমনটাই শ্রদ্ধা থাকবে তাদের করা প্রতিটি বলের প্রতি। প্রত্যেক বলের ইজ্জত অক্ষুন্ন রাখাতে যা যা করনীয় আমরা সেটাই করব। আর একটি বিষয় তিনটি স্টাম্প আমরা সবসময় (ক্লিয়ার) রাখাব, তারপরেও যদি BD বোলাররা স্টাম্প হিট করতে ব্যার্থ হয় সেক্ষেত্রে ব্যাটিং-এ কোন বল ফিল্ডারের হাতে পৌছানোর পর রান নেয়ার চেষ্টা থাকবে।
স.চ. আমি সত্যিই মুগ্ধ, আপনার প্লেয়াররদের দায়িত্ব সচেতনতা দেখে !
SA capt- জ্বী, যে কথা না বললেই নয়, ধরুন, কোন বলের গতি ফিল্ডারের গতির চেয়ে কম হওয়া স্বত্বেও বাউন্ডারী ওভার করে সেসময় ব্যাটসম্যান নিজ দায়িত্বে ইনজুরির ভান করে রিটায়ারমেন্টে যাবে।
স.চ. আমি কি আপনার ফিল্ডিং সাইটটা সম্মন্ধে জানতে পারি?
SA capt- কেন নয় ! কবিতায় আছেনা !!!
"বল চলেছে বলের গতিতে
মাঠের আনায় কানায়
তাই বলে কি, বলকে ধরা
ফিল্ডারের শোভা পায়?"
আমার ফিল্ডাররা এ কবিতাটি খুব পছন্দ করে।
স.চ. বাহ! আপনার টিম তো বেশ কাব্যিক, সাহিত্যিক টাইপের
SA capt- শুধু কাব্যিকই নয়, তারা সামাজিক এবং বিজ্ঞান স্বমন্ধেও তাদের ভাল দখল আছে, যেমন ধরুন, কোন বল ক্যাচ ওঠার সাথে সাথে ফিল্ডাররা "নীরবতা পালন কর্মসূচী" শুরু করবে। এ ক্ষেত্রে কর্মসূচীর সময়কাল বল ব্যাটে আঘাত প্রাপ্ত হয়ে ক্যাচ নিশ্চিত হলে ব্যাট থেকে অর্জিত শক্তির ক্রিয়ায় শূন্যের সবের্াচ্চ সীমার অবস্থান হতে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসার মধ্যবর্তী সময় এবং ভূপৃষ্ঠে পতিত হয়ে স্থিতিবস্থায় পূর্ণতা প্রাপ্তির পূর্ব সময় পর্যন্ত "নীরবতা পালন" অব্যহত থাকবে।
স.চ. আপনার টিম সম্পর্কে বেশ নতুন কিছু অভিজ্ঞতা হল, আর যদি কিছু বলার থাকে
SA capt- আর কিছু যদি বলতেই হয়, তা হল আমার উইকেট কীপার সবসময় বিভিন্ন ধরনের Inspiration language ব্যবহার করবে এই যেমন ঃ "[ইংলিশ]ঈড়সব ড়হ ইউ, ঈড়সব ড়হ[/ইংলিশচ্ চ্ good bating, good batingচ্
স.চ. থাক থাক ! ক্যাপ্টেন ভাই, আপনাদের প্রস্তুতি বেশ সন্তোষজনক
দেখে মনে হচ্ছে সত্যি আপনারা লড়াকু মনোভাব নিয়ে মাঠে নামবেন, সেটা দেখারই প্রত্যাশায় আমরা অপেক্ষা করব।
আপনাদের শুভ কামনা রইল।
স.চ. ... ভাই আপনাকে অনেক ধন্যবাদ সময় দেয়ার জন্য
-আপনাকেও ধন্যবাদ, সময় করে আমার সাক্ষাৎকার নেয়ার জন্য।
- স.চ. আপনি কেমন আছেন বললেন না?
শুনেও না শোনার ভান করে ফোনটা রেখে দিলাম
এত কিছুর পরেও কি ভাল থাকা যায়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।