আমাদের কথা খুঁজে নিন

   

বিলাসের বিলাসিতা.......

আকাশ ভরা স্বপ্ন সাথে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে এসে এখানকার ছাত্রদের বিলাসিতা দেখে চমকে উঠেছিলাম! না, এ কোন সাধারণ বিলাসিতা নয়, নামকরন নিয়ে বিলাসিতা! প্রথম ব্লকের নীচ তলায় 10টি রুমেরই অদ্ভুদ নামকরন করেছে সেখানকার বাসিন্দারা। 101- যন্ত্রনা বিলাস। যেন যন্ত্রনা কাতর সবাই। তবে তাদের দেখে কিন্তু এটা মনে হয় না। আর এটাই মনে হয় সবচেয়ে ব্যস্ত রুম।

102- সৈকত বিলাস। নিঃসন্দেহে বলা যায় সাগর প্রেমীদের বসবাস। 103- দূঃখ বিলাস। যদিও তারা দুঃখী; তবে তাদের পাশেই আছে বিপরীত সূখীদের রোমটা। কারন- 104- সূখী বিলাস।

105- রসনা বিলাস। নাম দেখেই মনে হচ্ছে উনারা খেতে ভালোবাসেন, আসলেও কিন্তু তাই। এর পরই আছে এই ব্লকের বাথরুম ও টয়লেট। বিলাস ব্লকের বাসিন্দারা এরও যুৎসই নাম দিতে ভুল করেনি। তারা বাথরুমের নাম দিয়েছে 'ভাবনা বিলাস'।

106- আনন্দ বিলাস। নামেই বুঝা যায় এরা আনন্দে থাকে সব সময়, কিন্থু আননোদর সাথে কষ্টের সম্পর্ক আছে বলে মনে হয় পাশের রুমের নাম- 107- কষ্ট বিলাস। 108- তন্দ্রা বিলাস। খুব সম্ভবত ঘুম কাতুরে কারো দেওয়া নামটি। 109- রোমানস বিলাস।

নামে যদিও রোমানস আছে, তবে বাস্তবে এর অধিবাসীদের আদৌ প্রেম হয়েছে কিনা সন্দেহ আছে। 110- বাগান বিলাস। সব শেষের এ রুম বাসিরা আসলেই বৃক্ষ প্রেমিক। তাইতো নামেই এর প্রতিফলন ঘটেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।