রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার পর প্রথম ৪৫ মিনিট সূচক উঠলেও পরে তা নামতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪৬ পয়েন্ট কমে প্রায় ৩ হাজার ৫২৫ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ১৫ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩০৬ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ১৭৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ৬৮টির, কমে ১৮৫টির। অপরিবর্তিত ছিল ১৯টির দাম।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে কমে প্রায় ১৯ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ২০০ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স এ যোগ হয় প্রায় ৮২ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৬১ কোটি টাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।