আমাদের কথা খুঁজে নিন

   

ড্যাফোডিল দেখছি



পরিস্থিতি গরম তাই একটা হালকা পাতলা পোস্ট দেই। গত পাঁচ সাত বছর আগে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলেন তাদের সবারি ড্যাফোডিল সংক্রান্ত কিছু পড়াশোনা করতে হয়েছিল। মাগার দেশে থাকতে ড্যাফোডিল কি জিনিষ, খায় না মাথায় দেয় সেইটার কোন আইডিয়া ছিল না, শুধু জানতাম যে পরীক্ষায় পাশ করতে হলে ঘিচিং টাইপের ওই কাব্য পড়তে হবে। যাই হোক কোন রকমে পড়েছিলাম, মান ইজ্জত নিয়ে পাশ টাশও করেছিলাম, ব্যাস ভূলে গেছি। এখানে এসে যখন আসি তখন দেখি ঠান্ডার রাজত্ব, ঠান্ডা আসলো, হালকা বরফটরফও পড়ল তারপরে একসময় ঠান্ডাটান্ডা কমতে শুরু করল।

হটাৎ দেখি হালকা হালকা শীত কমতে শুরু করেছে, আর রোদটোদও বাড়া আসা শুরু করেছে। গাছগাছালিতে হালকা পাতাটাতাও গজানো শুরু করেছে। ঘাসটাসের মাঝখানে হটাৎ ফুল ধরা শুরু করেছে। তেমন হিসাব কিতাব করা ফুল না, বেশ আগাছা টাইপের ঘাসে-গুল্ম টাইপের। ফুলগুলো বেশ সুন্দর।

খোঁজখবর নিয়ে জানলাম যে, ইহাই ড্যাফোডিল। কদিন আগে ছবি তুলেছিলেন আমাদের বাসার আরিফ ভাই। তাই কাব্যসহ শেয়ার করলাম রবার্ট হেরিকের- টু ড্যাফোডিলস Robert Herrick To Daffodils FAIR daffodils, we weep to see You haste away so soon; As yet the early-rising sun Has not attain'd his noon. Stay, stay Until the hasting day Has run But to the evensong; And, having pray'd together, we Will go with you along. We have short time to stay, as you, We have as short a spring; As quick a growth to meet decay, As you, or anything. We die As your hours do, and dry Away Like to the summer's rain; Or as the pearls of morning's dew, Ne'er to be found again.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.