আমাদের কথা খুঁজে নিন

   

দ্যা ড্যাফোডিল প্রিন্সিপাল: ওয়ান উইমেন...টু হেন্ডস...ওয়ান বালব এট এ টাইম

কয়েকবার আমার মেয়ে আমাকে টেলিফোনে অনুরোধ করলো, ‘মা তোমাকে অবশ্যই আমার বাসার পার্শ্বের ড্যাফোডিল বাগানটি দেখতে আসতে হবে। আমি তাকে প্রমিজ করেছি যে আমি নেক্সট মঙ্গলবারে আসবো। কেরোলিনের মা বললো। ঠিক মঙ্গলবারেই তার মা রওনা হল মেয়ে কেরোলিন এর বাড়ীর উদ্দেশ্যে। যদিও দিনটি ছিল, বেশ ঠান্ডা এবং হালকা কুয়াশাও পড়ছিল।

মা যখন কেরোলিনের বাড়ীর উঠানে যেয়ে পৌছল। ঠিক ওই সময় কেরোলিনের বাচ্চারা নানীকে দেখে খেলতে লাগলো। আর তাদের নানীও এ বাচ্চাদের দেখে সব ভুলে গেল। কেরোলিন এসে তার মাকে বললো। মা চলো আমরা বাগান দেখার উদ্দেশ্যে রওয়ানা দেই।

মা বললেন, দেখ কেরোলিন আমার কাছে এ পৃথিবীতে তুমি এবং এ বাচ্চারা ছাড়া আর বেশী কিছু দেখার ইচ্ছে নেই। এসব বাদ দাও। অবশেষে তারা রওয়ানা হল। ড্যাফোডিল বাগানে পৌছার সাথে সাথে এই অভূতপূর্ন দৃশ্য দেখে তারা অভাক হয়ে গেল। কেরোলিনের মা বার বার জিঞ্জেস করতে লাগলো।

এটা কিভাবে হল...কিভাবে...। কে করলো? কত দিনে হল? এক সাথে হাজারো প্রশ্ন। কেরোলিন বলল, মাত্র একজন মহিলা এটা করেছে এবং তিনি ওই যে বাড়ীটাতেই থাকেন। তারা সেদিকে যেতেই। ঘরের পাশে একটি পোস্টার লাগানো।

সেখানে লেখা আছে। আমি জানি তোমরা জানতে চাইবে। এই বলে তাতে কিছু উত্তর লিখে দেওয়া আছে। ১ম প্রশ্ন: এখানে কতটি চারাগাছ আছে? মাত্র ৫০,০০০। ২য় প্রশ্ন: কিভাবে হল? একটা একটা করে।

৩য় প্রশ্ন: কে করলো? একজন মাত্র মহিলা, যার দুটি মাত্র হাত, দুটি পা এবং একটি মাত্র মাথা। মাত্র ৩৫ বছরে এটা সম্ভব হল। কেরোলিনের মা অবিভুত হয়ে গেল এবং বললো কেরোলিন, এটাতো আমার জন্য একটি ‘লাইফ চেইঞ্জিং এক্সপিরিয়েন্স’। তিনি তার মেয়েকে বললেন, দেখ মা আজ আমার বয়স ৬৯ বছর। আমি যদি এই মহিলার মত ৩৫ বছর আগে থেকে একটি একটি করে চারাগাছ লাগাতাম তাহলে আমিওতো এরকম একটি অসাধ্য সাধন করতে পারতাম।

কেরোলিন বললো: আগামী কাল থেকে শুরু করনা। আর আমি আপনাদের বলবো, এখন থেকেই আমাদের নতুন করে শুরু হোক। এভাবে করে আমরা একদিন পুরো পৃথিবীকে পরিবর্তক করে দিতে পারবো। সূত্র: আমার স্বপ্ন  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.