(প্রিয় টেক) আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, কঠোর আইন প্রয়োগের পাশাপাশি আমাদের মূল্যবোধকে জাগ্রত করে সকলের অংশ গ্রহণে সামাজিক সচেতনতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে ধূমপান বিরোধী আন্দোলন সফল করা সম্ভব। এ ক্ষেত্রে সচেতন ছাত্র সমাজই সবচেয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে। তিনি ধূমপান বিরোধী প্রচার প্রচারনার মাধ্যমে গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। এ ক্ষেত্রে তিনি বলেন, ২০০৫ সালের আইনকে আরো কঠোর করে বর্তমান সরকার তামাক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৩ সংশোধন করেছে। ভবিষ্যতে প্রয়োজনে আরো কঠোর আইন প্রয়োগের কথা ও তিনি উল্লেখ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।