[রং=রহফরমড়]ভাবনার ডানা মেলে উড়ছি আমি [গাঢ়]আনাড়ি[/গাঢ়][/রং]
মোবাইল কেনা দরকার।
বাজেট মাত্র 5000 টাকা ।
ছবির তিনটা আমার বাজেট কাভার করে।
কোনটা কিনব বুঝতে পারছি না।
কেউ এগুলা ব্যব হার করে থাকলে সুবিধা অসুবিধা গুলা আমারে জানান।
নাম আর মডেল গুলা বলে নেই:
1। এ্যালকাটেল ওটি-ই801
2। স্যামসাং সি-130
3। মটোরোলা ডবি্লউ-220(ক্লোজআপহাসি)
1 নাম্বারটা মিউজিক ফোন, এমপি3 ছাড়া আর কিছু হয় না। জিপিআরএস, রেডিও নাই।
2 নম্বরে জিপিআরএস আছে মাগার আর কিছুই নাই। 3 নম্বরটায় জিপিআরএস আর রেডিও আছে।
কি করুম একটু জলদি কইয়েন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।