নায়ক রাজ্জাক পরিচালিত ‘আয়নাকাহিনি’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। আগামী ৪ অক্টোবর ছবিটি মুক্তি দেওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন রাজ্জাক।
এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘আমার ছবিটি ছয় মাস আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে ছবিটি তখন মুক্তি দেওয়ার সাহস পাইনি। এখন বাংলা ছবির অবস্থা একটু ভালো।
আমার কাছে মনে হয়েছে, ছবিটি এখনই মুক্তি দেওয়া যায়। তাই সিদ্ধান্তটি নিলাম। ’
রাজ্জাক আরও বলেন, প্রাথমিকভাবে ছবিটি ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। “আয়নাকাহিনি” ছবির মধ্য দিয়ে তিন বছর পর আমার পরিচালনায় কোনো ছবি মুক্তি পাচ্ছে।
’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।