আমাদের কথা খুঁজে নিন

   

নিউরনে অনুরিত কষ্টগুলো........(3) (শেষ পর্ব)

আকাশ ভরা স্বপ্ন সাথে

জীবনের কষ্ট:: ঘুম থেকে উঠার পর পানি নেই; রান্নাকরতে গিয়ে গ্যাসের চাপ নেই; পড়তে বসেছি, চলে গেল কারেন্ট; বাইরে বের হয়ে যান্ত্রিক শহরের কল্যাণে রুমাল নাকে চাপা দিয়ে নিঃশ্বাস গ্রহণ; বাসে বাদুর ঝুলা হয়ে অফিস বা কলেজে গমন; তার উপর বিরক্তিকর দীর্ঘ যানজট; আসার পথে ছিনতাইকরীর আতিথ্যে সব হারানো; বাজার করতে গিয়ে দাম শুনে নিউরনে বিস্ফোরণ; তার উপর হরতালের টর্চার........; এসব কি এখন আমাদের কষ্ট দেয়? আমরা সবাই এই কষ্ট গুলোর সাথে অভ্যস্থ; কিন্তু মনের অজান্তেই সুপ্ত কষ্টগুলো বেড়ে চলছে আমাদের হৃদয়ে। যেদিন এগুলো জাগ্রত হবে, আমাদের হৃদয় কি পরবে এতো কষ্ট সইতে????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।