আমাদের কথা খুঁজে নিন

   

নিউরনে অনুরিত কষ্টগুলো........(1)

আকাশ ভরা স্বপ্ন সাথে

আজ লিখতে বসেছি কষ্টের কথা, অন্তরে কষ্টের ছন্দিত স্পন্দনের কথা, নিউরনে অনুরিত কষ্টগুলোর কথা। এই কষ্ট নামক নষ্ট শব্দটায় অতিষ্ট হয়ে যতবারই এর সৃষ্ট মিষ্ট মায়াজাল ছিন্ন করে বের হতে চেয়েছি, ততবারই ব্যর্থ হয়েছি। আজ প্রাণ খুলে লিখতে বসেছি কষ্টের কথা, নানা রঙে রাঙানো নানান প্রকার কষ্টের কথা। বন্ধুত্বের কষ্ট:: ক্লাস ওয়ান থেকে একসাথে লেখাপড়া করতাম বেশ ক'জন। আর তাই সুহেলা, সুমি, চেমন সবার সাথে ভালো বন্ধুত্ব।

যখন দ্্বাদশ শ্রেণীতে পড়ি, তখন ওদের বিয়ে হয়ে যায়। আর বিয়ের কয়েক মাস পর ওরাও চলে যায় স্বামীর কর্মস্থল লন্ডনে। আজ যখন একা বসি, খুব মনে পড়ে ওদের, খুব মিস করি। ওদের ফোন নাম্বার গুলোতে হাত বুলাই। মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটিবার ফোন করে বলি, "বন্ধু, কেমন আছিস?" কিন্তু পরক্ষনেই পিছু হাটি, কারন ওদের শ্বশুড়ালয়ের লোকজন যদি একটি ছেলে বন্ধুকে স্বাভাবিক ভাবে মেনে না নেয়! আমি চাইনা আমার কারনে তারা কোন প্রশ্নের সম্মূখীন হোক।

তার থেকে এ কষ্টটা মাথা পেতে মেনে নেই। রানী, খুব ভালো বন্ধু। হটাৎ করে ওর কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে ইচ্ছে হচ্ছে। কারন হয়তো বছরের ভিতর ওর বিয়ে হয়ে যাবে। এখন চাইলেই কথা হয়, এস.এম.এস পাঠাই; কিন্তু তখন চাইলেই কি ওকে কল করতে বা এস.এম.এস করতে পারবো? আর তাই এসব কথা মনে হলেই অদ্ভূত অচেনা কষ্টে মোচড় দিয়ে উঠে হৃদয়........।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।