ওয়ার্ল্ড কাপ কৃকেটের ওয়েস্ট ইন্ডিজ
- হাসনাত হাওড়ী
ব্যতিক্রমী এক দেশ ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান সাগরের দশটি স্বাধীন দ্বীপরাষ্ট্র ও চারটি বিশেষায়িত অঞ্চল নিয়ে গঠিত দেশটি শুধু কৃকেট খেলার সময়ই আসে এক পতাকায়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশটিতে এবারের ওয়ার্ল্ড কাপ কৃকেট অনুষ্ঠিত হচ্ছে।
13 মার্চ শুরম্ন হলো নবম বিশ্বকাপ কৃকেট। অংশগ্রহণ করছে প্রথমবারের মতো সর্বাধিক সংখ্যক 16টি দেশ।
13 মার্চ থেকে 28 এপৃল পর্যনত্দ সারা বিশ্বের মানুষের নজর থাকবে একটি দেশের ওপর। যার নাম ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ স্বতন্ত্র কোনো দেশ নয়। এটি মূলত ক্যারিবিয়ান সাগর পাড়ের দশটি স্বাধীন দেশ যা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ নামেও পরিচিত। কিন্তু কৃকেট বিশ্বে তারা ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত।
ওয়েস্ট ইন্ডিজের বাংলা অর্থ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। কৃস্টোফার কলম্বাস যখন ভারতবর্ষে পৌছার পথ খুজতে গিয়ে 1492 সালে এ দ্বীপগুলোয় এসে পৌছেন, তখন তিনি ভেবেছিলেন যে ইনডিয়ার পশ্চিম উপকূলে এসে গেছেন। পরে তার ধারণা ভুল প্রমাণিত হলেও নামটা রয়ে যায়। উত্তর ও দৰিণ আমেরিকার মাঝখানে অবস্থিত ক্যারিবিয়ান সাগরের দ্বীপপুঞ্জই 'ওয়েস্ট ইন্ডিজ'। তবে কৃকেট বিশ্বে প্রতিনিধিত্ব করা ওয়েস্ট ইন্ডিজ 10টি স্বাধীন রাষ্ট্র তিনটি বৃটিশ ও একটি আমেরিকান নির্ভরশীল অঞ্চল নিয়ে গঠিত।
10টি স্বাধীন রাষ্ট্রে হলো অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, বারবেডোজ, ডোমিনিকা, গ্রেনাডা, গায়ানা, জ্যামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। নির্ভরশীল অঞ্চল চারটি হলো অ্যাঙ্গুইলা, মন্টসেরাত, বৃটিশ ভার্জিন আইল্যান্ডস এবং ইউএস ভার্জিন আইল্যান্ডস।
11 মার্চ জ্যামাইকার টৃলোনি মাল্টিপারপাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। কৃকেট, সঙ্গীত ও উন্মাতাল পার্টি আয়োজনের জন্য সারা দুনিয়ায় সুবিদিত ক্যারিবিয়ান সাগর পাড়ের দেশগুলো। এখানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে কোনো বিশ্ব আসরের প্রতিযোগিতা।
দেশগুলো যেমন সৌন্দর্যের আধার তেমনি এদের সম্পর্কে রয়েছে মজার মজার তথ্য। স্বাগতিক দেশগুলো হলো বারবেডোজ, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, গ্রেনাডা, গায়ানা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দি গ্রেনাডাইনস এবং জ্যামাইকা। 9টি দেশে রয়েছে 12টি ভেনু্য। উদ্বোধনী ম্যাচ হবে স্যাবাইনা পার্ক, জ্যামাইকায়। আর ফাইনাল ম্যাচ কেনসিংটন ওভাল, বারবাডোজে।
ভেনুগুলো হলো (12টি) : স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম (অ্যান্টিগা অ্যান্ড বারবুডা), কেনসিংটন ওভাল ও থৃ ডাবলিউস ওভাল (বারবেডোজ), কুইন্স পার্ক (গ্রেনাডা), প্রভিডেন্স স্টেডিয়াম (গায়ানা), স্যাবাইনা পার্ক ও টৃলোনি মাল্টিপারপাস স্টেডিয়াম (জ্যামাইকা) ওয়ার্নার পার্ক স্টেডিয়াম (সেন্ট কিটস অ্যান্ড নেভিস), বুসেজর কৃকেট গ্রাউন্ড (সেন্ট লুসিয়া), আর্নসভেল স্টেডিয়াম (সেন্ট ভিনসেন্ট) এবং কুইন্স পার্ক ওভাল ও স্যার ফ্রাঙ্ক ওরেল মেমোরিয়াল গ্রাউন্ড (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো)।
2007 সালের ওয়ার্ল্ড কাপ কৃকেটের লোগো ক্যারিবীয়দের সজীবতার প্রতীক। এই অঞ্চলে সঙ্গীত ও উন্মাতাল পার্টির জন্য বিশ্বজোড়া পরিচিত। তাই এসব বাসত্দবতাকে ফুটিয়ে তোলা হয়েছে 2007 সালের ওয়ার্ল্ড কাপ কৃকেটের লোগোতে। 28 এপৃল শেষ হয়ে যাবে ওয়ার্ল্ড কাপ কৃকেট ফাইনাল।
এর আগেই কোনো কোনো দেশকে ফিরতে হবে। যারা জিতবে তাদের কাছে ওয়েস্ট ইন্ডিজ স্মরণীয় হয়ে থাকবে। যারা হারবে তাদেরও স্মৃতির পাতায় নামটি লেখা থাকবে। আর এর মধ্য দিয়ে কৃকেট ওয়ার্ল্ড কাপের সঙ্গে আর একটি দেশ ইতিহাসের দিকে পা বাড়াবে। হয়তোবা কোনো কারণে আমাদের (বাংলাদেশিদের) জন্যও শুভ কোনো অঘটন ঘটে যেতে পারে যা ওয়েস্ট ইন্ডিজকে আমাদের কাছেও স্মরণীয় করে রাখবে! স্মরণীয় হবে ওয়ার্ল্ড কাপ কৃকেট 2007।
বারবাডোস
্য পুরো নাম : বারবাডোস
্য স্বাধীনতা লাভ : 30 নভেম্বর, 1966
্য রাজধানী : বৃজটাউন
্য মূলমন্ত্র : চৎরফব ধহফ ওহফঁংঃৎু (অর্জন ও পরিশ্রম)
্য ভাষা : ইংরেজি
্য ধর্ম : কৃশ্চিয়ান
্য মুদ্রার নাম : বার্বাডিয়ান ডলার
্য আয়তন : 432 বর্গ কিলোমিটার
্য জনসংখ্যা : 270,000 (টঘঋচঅ 2006)
্য জনসংখ্যার ঘনত্ব : 647 জন প্রতি বর্গ কিলোমিটার
্য মাথাপিছু জিডিপি : 15,720 আমেরিকান ডলার (ঐউও 2006)
্য প্রত্যাশিত গড় আয়ু : 75.3 বছর (ঐউও 2006)
্য মাথাপিছু আয় : 9,260 আমেরিকান ডলার (ডই 2006)
্য জাতীয় সঙ্গীত : ওহ ঢ়ষবহঃু ধহফ রহ ঃরসব ড়ভ হববফ
্য আনত্দর্জাতিক ডায়লিং কোড : +1246
্য সর্বোচ্চ পর্বত শৃঙ্গ : মাউন্ট হিলস্নাবি
্য নামকরণ : 1536 সালে পতর্ুগীজ আবিষ্কারক এর নামকরণ করেন 'লস বারবাডোস' যার অর্থ দাড়ির দেশ'। মূলত ফিগ গাছের ঝুলনত্দ মূল থেকে নামটি আসে। ফিগ গাছের ঝুলনত্দ মূল দেখতেও দাড়ির মতো তাই।
এটা মূলত বৃটিশ শাসিত দেশ। 1620 সালে প্রথম বৃটিশরা ক্যারিবীয় উপকূলে বর্তমানের হোলটাউনে পৌছে।
এরপর 1627-28 সালে সেখানে বসতি স্থাপন করে। 1966 সালের স্বাধীনতা লাভের আগ পর্যনত্দ দেশটিকে শাসন করে। 1958 থেকে 1962 সাল এ চার বছর ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশনের অনত্দভর্ুক্ত ছিল। এরপর 1966 সালের 30 নভেম্বর বৃটেন থেকে স্বাীনতা লাভ করে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
বারবাডোস-এর উপনাম হচ্ছে 'লিটল ইংল্যান্ড'।
বারবাডোস থেকে চমৎকার সূর্যোদয়ের দৃশ্য অবলোকন করা যায়। এখানে রয়েছে সুন্দর সমুদ্র সৈকত যা পর্যটকদের দৃষ্টি কাড়ে। মজার ব্যাপার হলো এটি একমাত্র পতর্ুগিজ উপনিবেশ যেখানে পতর্ুগিজ ভাষায় কথা বলা হয় না। উলেস্নখ্য, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বারবাডোস-এর কেনসিংটন ওভাল মাঠে।
অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা
্য পুরো নাম : অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা
্য স্বাধীনতা লাভ : 1 নভেম্বর 1981
্য রাজধানী : সেন্ট জনস (17 ডিগ্রি র্7 উত্তর অৰাংশ ও 61 ডিগ্রি 5র্1 পশ্চিম দ্রাঘিমাংশ)
্য ভাষার নাম : ইংরেজি
্য ধর্ম : কৃশ্চিয়ান
্য মুদ্রার নাম : পূর্ব ক্যারিবীয় ডলার (ঢঈউ)
্য আয়তন : 442 বর্গ কিলোমিটার
্য জনসংখ্যা : 82,800 জন (টঘঋচঅ 2006)
্য জনসংখ্যার ঘনত্ব : 184 জন প্রতি বর্গ কিলোমিটার
্য শিৰার হার : 85.8% (ঐউও 2006)
্য মাথাপিছু আয় : 10,920 আমেরিকান ডলার (ডই 2006)
্য মূলমন্ত্র : ঊধপয ঊহফবহাড়ঁৎরহম ধষষ অপযরবারহম (লৰ্যই অর্জন)
্য মাথাপিছু জিডিপি : 12,586 আমেরিকান ডলার (ঐউও 2006)
্য প্রত্যাশিত গড় আয়ু : 73.9 বছর (ঐউও 2006)
্য জাতীয় সঙ্গীত : ঋধরৎ অহঃরমঁধ, ডব ঝধষধঃব ঃযবব
্য রাজকীয় সঙ্গীত : এড়ড়ফ ঝধাব ঃযব ছঁববহ
্য আনত্দর্জাতিক ডায়ালিং কোড : +1268
্য সর্বোচ্চ পর্বত শৃঙ্গ : বোগি পিক; 402 মিটার (1,319 ফুট)
ওয়েস্ট ইন্ডিজ দ্বীপমালার তিনটি দ্বীপ অ্যান্টিগুয়া, বারমুডা ও জনবসতিহীন রিডোন্ডা নিয়ে গঠিত রাষ্ট্র অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা।
2400 খ্রিস্ট পূর্বাব্দে এখানে জনবসতি গড়ে তোলে প্রাক সিরামিক আর্মেনিয়ানরা। পরবতর্ীতে আরাওয়াক ও ক্যারিব আর্মেডিয়ান উপজাতিরা এখানে বসতি স্থাপন করতে শুরম্ন করে। স্থানীয়রা অ্যান্টিগুয়া দ্বীপকে বলতো 'ওয়াদাদলি'। 1493 খ্রিস্টাব্দে কৃস্টোফার কলম্বাস তার দ্বিতীয় সমুদ্র যাত্রায় এখানে পৌছে এর নামকরণ করেন অ্যান্টিগুয়া। প্রথমদিকে স্প্যানিশ ও ফরাশিরা এখানে এলেও ইংরেজরা তাদের বিতাড়িত করে 1567 সালে আইরিশ ক্যাথলিক দাসদের সেখানে স্থানানত্দরের মাধ্যমে উপনিবেশ গড়ে তোলে।
1958 সালে দ্বীপ দুটি ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশনে যোগ দেয়। 1981 সালের 1 নভেম্বর স্বাধীন রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করে।
সর্বকালের সেরা কৃকেট ভিভ রিচার্ডসের দেশ হলো অ্যান্ডিগুয়া অ্যান্ড বারবুডা। উলেস্নখ্য, দেশটিতে 365টি সমুদ্র সৈকত রয়েছে। আরো আছে বিশ্বের বিরলতম সাপ, যা প্রায় দুশ'র মতো বেচে আছে।
এগুলো অ্যান্টিগুয়া উপকূলে গ্রেটবার্ড আইল্যান্ডে পাওয়া যায়। বিশ্বের সর্বোৎকৃষ্ট দুটি সমুদ্র সৈকত রয়েছে অ্যান্টিগুয়ায় ডিকেলসন বে-বিচ এবং অর্ধচন্দ্রাকৃতি বে-বিচ।
গ্রানাডা
্য পুরো নাম : গ্রানাডা
্য স্বাধীনতা লাভ : 7 ফেব্রম্নয়ারি 1974
্য রাজধানী : সেন্ট জর্জেস
্য মূলমন্ত্র : ঊাবহ ঈড়হপরড়ঁং ড়ভ মড়ফ বি অংঢ়রৎব, ইঁরষফ ধহফ অফাধহপব রহ ড়হব ঢ়বড়ঢ়ষব
্য ভাষা : ইংরেজি (সরকারি), ফ্রেঞ্চ (আঞ্চলিক)
্য ধর্ম : কৃশ্চিয়ান
্য মুদ্রা : পূর্ব ক্যারিবীয় ডলার (ঢঈউ)
্য আয়তন : 344 বর্গ কিলোমিটার
্য জনসংখ্যা : 1,03,000 জন
্য জনসংখ্যা ঘনত্ব : 260 জন প্রতি বর্গ কিলোমিটার
্য মাথাপিছু আয় : 3,920 আমেরিকান ডলার (ডই 2006)
্য মাথাপিছু জিডিপি : 8,021 আমেরিকান ডলার (ডই 2006)
্য প্রত্যাশিত গড় আয়ু : 65.3 বছর (ঐউও 2006)
্য জাতীয় সঙ্গীত : ঐধরষ এৎবহধফধ
্য রাজকীয় সঙ্গীত : এড়ফ ঝধাব ঃযব ছঁববহ
্য আনত্দর্জাতিক ডায়ালিং কোড : +1473
্য সর্বোচ্চ বিন্দু : মাউন্ট সেন্ট ক্যাথেরিন (2756 ফুট)
গ্রানাডা মসলার দ্বীপ হিসেবে পরিচিত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জায়ফল উৎপাদনকারী দেশ। উলেস্নখ্য, গ্রানাডার জাতীয় পতাকায় রয়েছে একটি জায়ফল।
দেশটির লিখিত ইতিহাসের শুরম্ন 1498। কৃস্টোফার কলম্বাসের এ দ্বীপ আবিষ্কারের পর নামকরণ করেন ঈড়হপবঢ়ঃরড়হ ওংষধহফ বা কল্পনার দ্বীপ নামে। পরবতর্ীতে গ্রানাডা নামকরণ করা হয়। পশ্চিম গোলার্ধে সেন্ট কিটস ও নেভিস এরপর দ্বিতীয় ৰুদ্রতম স্বাধীন ও দ্বীপরাষ্ট্র দৰিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। উত্তরে তৃনিদাদ অ্যান্ড টোবাগো এবং দৰিণে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইনস অবস্থিত।
আদি অধিবাসী 'কালিনাগো' যাদের নোহোগ নামেও ডাকা হয়। স্পেনিয়ার্ডরা 'কামের হোগ'-এ স্থায়ীভাবে বসতি স্থাপন না করায় ইংরেজরা বসতি গড়তে চেষ্টা করে। কিন্তু ফরাশিদের সঙ্গে যুদ্ধে তারা পরাজিত হয় এবং ফরাশিরা আনুমানিক 1550 সালে গ্রানাডা জয় করে নেয়। ফরাশিরা কামের হোগ-এর নিয়ন্ত্রণ গ্রহণ করে একে নতুন ফরাশি উপনিবেশ 'গ্রেনেড' নামকরণ করে। পরবতর্ীতে ফরাশিরা চুক্তি অনুযায়ী 1763 সালে একে বৃটেনের কাছে হসত্দানত্দর করে।
1877 সালে গ্রানাডা রাজকীয় উপনিবেশে পরিণত হয়। 1967 সালে গ্রানাডাকে বৃটেনের অ্যাসোসিয়েট রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয়া হয়। এ মর্যাদায় গ্রানাডাকে অভ্যনত্দরীণ বিষয়ে নিজস্ব নিয়ন্ত্রণভার দিয়ে প্রতিরৰা এবং পররাষ্ট্র বিষয়ক ৰমতা বৃটেনের হাতে রাখা হয়। এরিখ ম্যাথিউ গেইবির নেতৃত্বে 1974 সালে 7 ফেব্রম্নয়ারি স্বাধীনতা লাভ করে। মজার ব্যাপার হলো পুরো গ্রানাডায় কোনো দৈনিক সংবাদপত্র নেই।
গায়ানা
্য পুরো নাম : গায়ানা
্য রাষ্ট্রীয় নাম : কো-অপারেটিভ রিপাবলিক অফ গায়ানা
্য স্বাধীনতা লাভ : 26 মে 1966 (বৃটেন থেকে)
্য রাজধানী : জর্জ টাউন
্য মূলমন্ত্র : ঙহব ঢ়বড়ঢ়ষব, ঙহব ঘধঃরড়হ, ঙহব ফবংঃরহম
্য ভাষা : ইংরেজি (সরকারি)
্য ধর্ম : কৃশ্চিয়ান, হিন্দু, ইসলাম।
্য মুদ্রা : গায়ানিজ ডলার (এণউ)
্য আয়তন : 214,959 বর্গ কিলোমিটার
্য জনসংখ্যা : 751,000 (টঘ 2006)
্য জনসংখ্যার ঘনত্ব : 3.5 জন প্রতি বর্গ কিলোমিটার
্য মাথাপিছু জিডিপি : 4,439 আমেরিকান ডলার (ঐউও 2006)
্য প্রত্যাশিত গড় আয়ু : 63.6 বছর (ঐউও 2006)
্য শিৰার হার : 96.5% (ঐউও 2006)
্য মাথাপিছু আয় : 1,010 আমেরিকান ডলার (ডই 2006)
্য জাতীয় সঙ্গীত : উবধৎ ষধহফ ড়ভ এুঁধহধ ড়ভ জরাবৎং ধহফ ঢ়ষধরহং
্য সর্বোচ্চ পর্বত শৃঙ্গ : রোরেইমা (জড়ৎধরসধ) 9,301 ফুট
্য আনত্দর্জাতিক ডায়ালিং কোড : +592
আমেরিনডিয়ান শব্দ 'গায়ানা' অর্থ খধহফ ড়ভ সধহু ধিঃবৎং বা বহু জলাশয়ের দেশ। বৃষ্টিপ্রধান ক্রানত্দীয় অঞ্চলের অনত্দর্গত দৃষ্টিনন্দন জলধারা, বড় বড় বৃৰলতা আর বৈচিত্র্যময় প্রাণীকুলের বাসযোগ্য এক ঘনভূমির দেশ গায়ানা। কৃস্টোফার কলম্বাস দেশ গায়ানা। কৃস্টোফার কলম্বাস 1498 সালে তার তৃতীয় সমুদ্র যাত্রায় এটি আবিষ্কার করেন।
তবে আমেরিন ডাচদের আরাওয়াক ও কারিব উপজাতিরা এখানে প্রথম বসতি স্থাপন করে। এটি আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত ও ইকুয়েডরের উত্তরে অবস্থিত। গায়ানার পূর্বে সুবিনাম, দৰিণ ও দৰিণ-পশ্চিমে ব্রাজিল এবং পশ্চিমে ভেনিজুয়েলা পর্যনত্দ বিসত্দৃত।
1616 সালে ডাচ 'এসিকুইবো' নামক অঞ্চলে কলোনি স্থাপন করে। পরবতর্ীতে বারবাইস এ 1627 সালে এবং 1752 সালে ডোমেরারাতেও স্বতন্ত্র কলোনি স্থাপন করে।
আঠারো শতকের শেষের দিকে ইংরেজরা এ অঞ্চল দখল করলে ডাচরা 1814 সালে চলে যায় এবং নামকরণ করা হয় 'বৃটিশ গায়ানা'। 1834 সালে দাসপ্রথা উচ্ছেদের সময় কৃষ্ণবর্ণের দাসরা শহরে বসতি স্থাপন করলে পতর্ুগাল, জার্মানি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, মাল্টা, চায়না এবং ইনডিয়া থেকে অনেক শ্রমিক নিয়ে আসা হয় আখ চাষের কাজের জন্য। 1889 সালে ভেনিজুয়েলা এসিকুইবো (ঊংংবয়ঁরনড়) অঞ্চলের ওপর মালিকানা চেয়ে বসে। এর 10 বছর পর আনত্দর্জাতিক উপজাতীয় নীতিতে এর মালিকানা বৃটিশ গায়ানার অধীনেই থেকে যায়।
পরবতর্ীতে 1966 সালে গায়ানা ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
1970 সালে এটি প্রজাতন্ত্রে পরিণত হয় এবং কমনওয়েলথের অধীনে আসে। গায়ানা দৰিণ আমেরিকার একমাত্র ইংরেজি ভাষী দেশ যার সরকারি ভাষাও ইংরেজি। কাঠের তৈরি সবচেয়ে উচু বিল্ডিং 'সেন্ট জর্জ অ্যাংলিকান ক্যাথেড্রাল' গায়ানায় অবস্থিত। স্যার আর্থার কোনান জয়লফ 1912 সালে তার অন্যতম সেরা উপন্যাস 'ঞযব ষড়ংঃ ড়িৎষফ' লেখার সময় গায়ানার উপজাতিদের তাবুগুলো দেখে অনুপ্রাণিত হয়। কেননা তাবুগুলো তৈরি হয় বিশেষ পদ্ধতিতে এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যে।
ওয়ার্ল্ড কাপ কৃকেট 2007 এর এই স্বাগতিক দেশটির জাতীয় খেলা কৃকেট। তবে গায়ানা দৰিণ আমেরিকার অন্যান্য দেশ থেকে আলাদা। এখনো ওই দেশে মৃতু্যদ- কার্যকর করা হয় এবং সমকামিতা নিষিদ্ধ। উলেস্নখ্য, সমকামিতার জন্য দেশটিতে সর্বোচ্চ শাসত্দি মৃতু্যদ-। যেখানে দৰিণ আমেরিকার অন্যান্য দেশগুলোতে সমকামিতার অধিকার দেয়া হয়েছে।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস
্য পুরো নাম : সেন্ট কিটস অ্যান্ড নেভিস
্য রাষ্ট্রীয় নাম : ফেডারেশন অফ সেন্ট কিটস অ্যান্ড নেভিস
্য স্বাধীনতা লাভ : 19 সেপ্টেম্বর 1983
্য রাজধানী : বাসেটের (ইধংংবঃবৎৎব)
্য মূলমন্ত্র : ঈড়ঁহঃৎু অনড়াব ংবষভ
্য ভাষা : ইংরেজি (সরকারি)
্য ধর্ম : কৃশ্চিয়ান
্য মুদ্রা : ইস্ট ক্যারিবিয়ান ডলার (ঢঈউ)
্য আয়তন : 269 বর্গ কিলোমিটার
্য জনসংখ্যা : 46,000 (টঘ 2006)
্য জনসংখ্যার ঘনত্ব : 164 জন প্রতি বর্গ কিলোমিটার
্য মাথাপিছু আয় : 8,210 আমেরিকান ডলার (ডই 2006)
্য মাথাপিছু জিডিপি : 12,702 আমেরিকান ডলার (ডই 2006)
্য প্রত্যাশিত গড় আয়ু : 70 বছর (ঐউও 2006)
্য শিৰার হার : 97.8% (ঐউও 2006)
্য জাতীয় সঙ্গীত : ঙ ষধহফ ড়ভ ইবধঁঃু!
্য রাজকীয় সঙ্গীত : এড়ফ ঝধাব ঃযব ছঁববহ
্য সর্বোচ্চ পর্বত শৃঙ্গ : লায়ামুইগা (1,156 মিটার)
্য আনত্দর্জাতিক ডায়ালিং কোড : +1-869
আমেরিকার সবচেয়ে ৰুদ্র নেশন স্টেট হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এটি মূলত কতোগুলো দ্বীপের সমষ্টি। এর উত্তর ও উত্তর-পশ্চিমে সেন্ট ইউস্টেটিয়াস, সাবা, সেন্ট বার্থেলেমি এবং সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জ, উত্তর-পূর্বে অ্যান্টিগুয়া ও বারবুডা এবং দৰিণে মন্টসিরাত অবস্থিত।
বৃটিশদের অধীন সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সঙ্গে অ্যাঙ্গুইলাও অনত্দভর্ুক্ত ছিল উপনিবেশ রাষ্ট্র হিসেবে। তখন এর নাম ছিল কৃস্টোফার নেভিস- অ্যাঙ্গুইলা।
1967 সালে এ রাষ্ট্রটি অভ্যনত্দরীণ স্বায়ত্তশাসন লাভ করে। পরবতর্ীতে 1971 সালে অ্যাঙ্গুইলা অন্য দুটি থেকে পৃথক হয়ে যায়।
সেন্ট কিটস অ্যান্ড নেভিসের রাজধানী বাসেটেরে অবস্থিত বড় দ্বীপ সেন্ট কিটসে। তাই ফেডারেশন সরকারের কার্যক্রম সম্পন্ন হয় সেন্ট কিটসে। দ্বীপটির পূর্ব নাম ছিল কৃস্টোফার।
আর অন্য দ্বীপটি হচ্ছে নেভিস। এর পূর্ব নাম ছিল নুয়েস্ট্রা সেনোরা ডি লাস নিয়েভেস (হঁবংঃৎধ ঝবহড়ৎধ ফব ষধং ঘরবাবং)। দেশটিতে রয়েছে এককৰবিশিষ্ট আইনসভা। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ রাষ্ট্রপ্রধান। উলেস্নখ্য, এর দ্বীপগুলো আগ্নেয়গিরির ফলে সৃষ্ট হয়েছে।
1998 সালে নেভিস সেন্ট কিটস থেকে আলাদা হওয়ার জন্য গণভোট হলে দুই-তৃতীয়াংশ ভোট না পাওয়ায় তা কার্যকর হয়নি।
তৃনিদাদ অ্যান্ড টোবাগো
্য পুরো নাম : তৃনিদাদ অ্যান্ড টোবাগো।
্য রাষ্ট্রীয় নাম : রিপাবলিক অফ তৃনিদাদ অ্যান্ড টোবাগো।
্য স্বাধীনতা লাভ : 31 আগস্ট 1962 (বৃটেন থেকে)।
্য রাজধানী : পোর্ট অফ স্পেন।
্য ভাষা : ইংরেজি (সরকারি)
্য ধর্ম : কৃশ্চিয়ান, হিন্দু, ইসলাম।
্য মুদ্রা : তৃনিদাদ অ্যান্ড টোবাগো ডলার (ঞঞউ)।
্য মূলমন্ত্র : ঃড়মবঃযবৎ বি ধংঢ়রৎব, ঃড়মবঃযবৎ বি ধপযরবাব.
্য আয়তন : 5,128 বর্গ কিলোমিটার (1,979 বর্গমাইল)।
্য জনসংখ্যা : 1,305,000 জন।
্য জনসংখ্যার ঘনত্ব : 207.8 জন প্রতি বর্গ কিলোমিটার।
্য মাথাপিছু আয় : 10,440 আমেরিকান ডলার (ডই2006)
্য মাথাপিছু জিডিপি : 12,182 আমেরিকান ডলার (ঐউ12006)
্য প্রত্যাশিত গড় আয়ু : 69.8 বছর (ঐউও 2006)
্যজাতীয় সঙ্গীত : ভড়ৎমবঃ ভৎড়স ঃযব ষড়াব ড়ভ ষরনবৎঃু
্য সর্বোচ্চ বিন্দু : এলসিয়ো ডেল এরিপো (ঊষব পবৎৎড় ফবষ অৎরঢ়ড়) 940 মিটার
্য আনত্দর্জাতিক ডায়ালিং কোড : +1868.
কৃকেটের বরপুত্র লারার দেশ হচ্ছে তৃনিদাদ অ্যান্ড টোবাগো। এই দেশটির নামের সঙ্গে জড়িত রয়েছে অনেক অভিমত। কেইরি (কধরৎর) বা ইরি (ওবৎব) থেকে আসা তৃনিদাদ নামটি দেয় আমেরিনডিয়ানরা যার অর্থ হামিং বার্ড-এর ভূমি। অনেকের অভিমত এর সাধারণ অর্থ দ্বীপ। 1948 সালের 31 জুলাই সর্বপ্রথম কৃস্টোফার কলম্বাস 'তৃনিদাদ' এর সন্ধান পান তখন তিনি এর নাম দেন 'হলি টৃনিটি' (ঐড়ষু ঞৎরহরঃু) এবং টোবাগোর নাম দেন 'বেলা ফরমা' (ইবষষধ ঋড়ৎসধ)।
যদিও দ্বীপটিতে কোনো আনুভূমি ছিল না। টোবাগো নামটি সম্ভবত টোবাকো (ঞড়নধপপড়) থেকে এসেছে কিন্তু এর সঠিক উচ্চারণ তা-বে-গো। (ঃধয-নধু-মড়)। এটি দৰিণ আমেরিকার নেশন ভেনিজুয়েলার উত্তর-পূর্বে এবং গ্রেনাডার দৰিণে অবস্থিত। প্রায় 7,000 বছর পূর্বে দৰিণ আমেরিকার বংশোদ্ভূত আমেরিডিয়ানরা এখানে বসবাস শুরম্ন করে।
1498 সালের দিকে নেপোা, সাপোয়া এবং ইয়াও উপজাতিসহ অনেক আরাওয়াকান এবং ক্যারিবিয়ান স্পিকিং উপজাতিরা ইওরোপিয়ানদের যোগসাজশে এটি দখলে নেয়, একই সময়ে টোবাগো দখল করে নেয় ক্যারিব এবং গ্যালিবি দ্বীপবাসীরা। তৃনিদাদে স্প্যানিশদের আধিপত্য প্রতিষ্ঠিত হলেও রোমান ক্যাথলিক ইওরোপিয়ানরা এখানে বসতি গড়ে। পর্যায়ক্রমে ফ্রান্স এবং আশপাশের অঞ্চলের আদিবাসীদের আগমন ঘটে। 1899 সালে দেশটি বৃটিশ উপনিবেশে পরিণত হয়। উনিশ ও বিশ শতকের গোড়ার দিকে আফৃকার দাসসহ চায়না, পতর্ুগিজ, ইনডিয়া এবং আফৃকার মুক্ত শ্রমিকদের সেখানে নেয়া হয় শ্রমদানের উদ্দেশে।
1962 সালের 31 আগস্ট দেশটি বৃটেন থেকে স্বাধীনতা লাভ করে এবং 1976 সালে কমনওয়েলথের অনত্দভর্ুক্ত হয়। রয়েছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং দ্বি-কৰবিশিষ্ট আইনসভা। উচ্চ কৰের নাম সিনেট এবং নিম্ন কৰের নাম হাউস অফ রিপ্রেজেনটেটিভ। গ্যাস ও তেলের দিক দিয়ে একমাত্র সমৃদ্ধ দেশ ক্যারিবীয় দেশগুলোর মধ্যে। সাহিত্যে নোবেল বিজয়ী ইনডিয়ান বংশোদ্ভূত লেখক ভি.এস নাইপোল (ঠ.ঝ. ঘধরঢ়ধঁষ)-এর জন্মভূমি তৃনিদাদ ও টোবাগো।
কৃকেট খেলার দিক দিয়ে দেশটি যেমন এগিয়ে তেমনটি 2006 সালে ওয়ার্ল্ড কাপ ফুটবলে সবচেয়ে ৰুদ্র রাষ্ট্র হিসেবে অংশগ্রহণ করে। ওয়ার্ল্ড কাপ কৃকেট 2007-এর একটি ভেনু কুইন্স পার্ক ওভাল ও স্যার ফ্রাঙ্ক ওরেল মেমোরিয়াল গ্রাউন্টটি তৃনিদাদ অ্যান্ড টোবাগোতে অবস্থিত।
সেন্ট লুসিয়া
্য পুরো নাম : সেন্ট লুসিয়া।
্য রাষ্ট্রীয় নাম : সেন্ট লুসিয়া।
্য স্বাধীনতা লাভ : 22 ফেব্রম্নয়ারি 1979।
্য রাজধানী : ক্যাস্টৃজ (ঈধংঃৎরবং)
্য ভাষা : ইংরেজি (সরকারি)
্য ধর্ম : কৃশ্চিয়ান।
্য মুদ্রা : ইস্ট ক্যারিবিয়ান ডলার (ীবফ)
্য মূলমন্ত্র : ঞযব ষধহফ, ঃযব ঢ়বড়ঢ়ষব, ঃযব ষরমযঃ.
্য আয়তন : 620 বর্গ কিলোমিটার
্য জনসংখ্যা : 1,52,000 জন
্য জনসংখ্যার ঘনত্ব : 298 জন প্রতি বর্গ কিলোমিটার
্য মাথাপিছু আয় : 4,800 আমেরিকান ডলার (ডই 2006)
্য মাথাপিছু জিডিপি : 6,324 আমেরিকান ডলার (ঐউও 2006)
্য শিৰার হার : 98.8% (ঐউও 2006)
্য প্রত্যাশিত গড় আয়ু : 72.6 বছর।
্য জাতীয় সঙ্গীত : ঝড়হং ধহফ উধঁমযঃবৎং ড়ভ ঝধরহঃ খঁপরধ.
্য রাজকীয় সঙ্গীত : এড়ফ ংধাব ঃযব য়ঁববহ
্য সর্বোচ্চ পর্বত শৃঙ্গ : জিমি (এরসরব). 950 মিটার
্য আনত্দর্জাতিক ডায়ালিং কোড : +1758
সেন্ট লুসিয়াকে বলা হয় ঐবষবহ ড়ভ ঃযব বিংঃ ওহফরবং। কারণ এ দ্বীপ রাষ্ট্রটির নিয়ন্ত্রণ নিয়ে ফ্রান্স ও বৃটেনের মধ্যে 14 বার যুদ্ধ সংগঠিত হয়। তবে পর্যটন শিল্পের দিক দিয়ে এগিয়ে রয়েছে রাষ্ট্রটি।
কারণ এদের আয়ের প্রধান উৎস পর্যটন শিল্প।
আটলান্টিক মহাসাগরের অনত্দর্গত পূর্ব ক্যারিবীয় সাগরের দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ার অবস্থান সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনসের উত্তরে, বারবাডোসের উত্তর-পশ্চিমে এবং মর্টিনিকের দৰিণে। সিরাকিউজের রোমান ক্যাথলিক সেন্ট লুসির নামানুসারে নামকরণ করা হয় সেন্ট লুসিয়া। পণ্যের শতকে ওটি প্রথম ইওরোপিয়ানদের নজরে আসে এবং দেশীয় কারির জনগোষ্ঠির সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয় 1660 সালে ফরাশিরা এখানে প্রথম উপনিবেশ স্থাপন করে। 1663-1667 সালের দিকে গ্রেট বৃটেন দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়ে নিলে ফ্রান্সের সঙ্গে যুদ্ধ বাধে এবং 14টি যুদ্ধ সংগঠিত হয়।
1814 সালে এটি সম্পূর্ণভাবে বৃটেনের অধীনে চলে যায়। 1979 সালের 22 ফেব্রম্নয়ারি সেন্ট লুসিয়া বৃটেন থেকে স্বাধীনতা লাভ করে। কমনওয়েলথের অনত্দভর্ুক্ত সেন্ট লুসিয়ায় প্রশাসনিক এবং সাংবিধানিকভাবে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র রয়েছে। এর রাষ্ট্রপ্রধান বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, তার প্রতিনিধি হিসেবে কাজ করে একজন গভর্নর জেনারেল। তবে শাসন ৰমতা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার হাতে।
দ্বিকৰবিশিষ্ট সংসদীয় ব্যবস্থার উচ্চ কৰের নাম সিনেট এবং নিম্ন কৰের নাম হাউস অফ অ্যাসেম্বলি।
উলেস্নখ্য, রাষ্ট্রটিতে কোনো সংবাদপত্র নেই। মোট জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বেশি নোবেল পাওয়া দেশ সেন্ট লুসিয়া। প্রতি 76,000 জনে 1 জন নোবেল জয়ী ব্যক্তিত্ব। অর্থনীতিতে নোবেল পান স্যার আর্থার লুইস 1979 সালে এবং সাহিত্যে পান ডেরেক ওয়ালকট 1992 সালে।
দেশটির স্বাধীনতার জনক হচ্ছেন স্যার জন কম্পটন। ওয়ার্ল্ড কাপ কৃকেট 2007-এর একটি ভেনু বুসেজর কৃকেট গ্রাউন্ড রয়েছে দেশটিতে।
ডোমিনিকা
্য পুরো নাম : কমনওয়েলথ অফ ডোমিনিকা
্য স্বাধীনতা লাভ : 3 নভেম্বর 1978
্য রাজধানী : রম্নসো (জড়ংবধঁ)
্য মূলমন্ত্র : অঢ়ৎবং ষব ইড়হফরব (ফরাশি), অভঃবৎ মড়ফ রং ঃযব বধৎঃয (ইংরেজি)।
্য ভাষা : ইংরেজি (সরকারি)
ফ্রেঞ্চ (আঞ্চলিক)
্য ধর্ম : কৃশ্চিয়ান
্য মুদ্রা : পূর্ব ক্যারিবীয় ডলার (ঢঈউ)
্য আয়তন : 751 বর্গকিলোমিটার
্য জনসংখ্যা : 71,500 জন (টঘকচঅ 2006)
্য জনসংখ্যার ঘনত্ব : 105 জন প্রতি বর্গ কিলোমিটার
্য মাথাপিছু আয় : 3,790 আমেরিকান ডলার (ডই 2006)
্য মাথাপিছু জিডিপি : 5,643 আমেরিকান ডলার (ঐউও 2006)
্য প্রত্যাশিত গড় আয়ু : 75.6 বছর
্য জাতীয় সঙ্গীত : ওংষব ড়ভ ইবধঁঃু
ওংষব ড়ভ ঝঢ়ষবহফড়ঁৎ
্য আনত্দর্জাতিক ডায়ালিং কোড : + 1767
ডোমিনিকা নামটি ল্যাটিন শব্দ যার অর্থ রবিবার। কলম্বাস রবিবারে দ্বীপটি আবিষ্কার করায় এরূপ নামকরণ করা হয়।
এর আগে নাম ছিল ডধরষঁ শঁনঁষর, অর্থ তার শরীর লম্বা।
দেশটিতে নেই কোনো সংবাদপত্র ও জাতীয় টেলিভিশন। এতে প্রচুর পরিমাণে কলা জন্মে ফলে একে কলার দেশও বলা হয়।
1493 সালে কৃস্টোফার কলম্বাস কর্তৃক আবিষ্কৃত হয়। পরবতর্ীতে 1635 সালে ফরাশিরা দখল করে নেয়।
1763 সালে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ডোমিনিকাকে বৃটেনের কাছে হসত্দানত্দর করে। 1805 সালে বৃটিশ উপনিবেশ স্থাপিত হয়। 1838 সালে ডোমিনিকা প্রথম বৃটিশ ক্যারিবীয় উপনিবেশে পরিণত হয়। যেখানে কালোদের নিয়ন্ত্রণে আইন সভা গঠিত হয়। 1896 সালে ডোমিনিকায় আবার বৃটেন সরকার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং রাজকীয় উপনিবেশে রূপানত্দরিত করে।
অর্ধ শতাব্দী পরে 1958 থেকে 1962 সালে ডোমিনিকা সংৰিপ্তকাল স্থায়ী ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশনের একটি প্রদেশে পরিণত হয়। 1978 সালে ডোমিনিকা একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। উলেস্নখ্য এটি ক্যারিবীয় অঞ্চলের একমাত্র বৃটিশ উপনিবেশ যেখানে বৃটিশ রাজাকে কমনওয়েলথ রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করেনি। এটি একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র।
জ্যামাইকা
পুরো নাম : জ্যামাইকা
স্বাধীনতা লাভ : 6 আগস্ট 1962
রাজধানী : কিংস্টন
মূল মন্ত্র : ঙঁঃ ড়ভ গধহু, ঙহব চবড়ঢ়ষব
ভাষা : ইংরেজি
ধর্ম : কৃশ্চিয়ান
মুদ্রা : জ্যামাইকান ডলার (ঔগউ)
আয়তন : 10,991 বর্গ কিলোমিটার
জনসংখ্যা : 27,00,000 জন (টঘঋচঅ 2006)
জনসংখ্যার ঘনত্ব : 252 জন প্রতি বর্গ কিলোমিটারে
মাথাপিছু আয় : 3,400 আমেরিকান ডলার (ঐউও 2006)
মাথাপিছু জিডিপি : 4,163 আমেরিকান ডলার (ঐউও 2006)
জাতীয় সঙ্গীত : ঔধসধরপধ, খধহফ বি খড়াব
রাজকীয় সঙ্গীত : এড়ফ ঝধাব ঃযব ছঁববহ
জাতীয় পাখি : ডক্টর বার্ড
জাতীয় ফুল : লিগনাম ভিটে
জাতীয় গাছ : বস্নু মাহো
জাতীয় খাবার : আকি অ্যান্ড সল্টফিশ
আনত্দর্জাতিক ডায়ালিং কোড : +1876
জ্যামাইকাকে বলা হয় জল-জঙ্গলের দেশ।
বিশ্বের সবচেয়ে বেশি খুন সংগঠিত হয় জ্যামাইকায়। দৰিণ আমেরিকার আদি আরাওয়াক অথবা টাইনো জনকান 1000 থেকে 400 খ্রিস্ট পূর্বাব্দে জ্যামাইকাতে বসতি স্থাপন করে। আরাওয়াকান ভাষী আদিবাসী টাইনোরা এ দ্বীপকে বলতো ঢধুসধপধ যার অর্থ বসনত্দের ভূমি বা 'জল-জঙ্গলময় ভূমি'। 1494 সালে কৃস্টোফার কলম্বাস কতর্ৃক আবিষ্কারের পর স্পেনিয়ানদের সম্পদ এ দ্বীপটি পরিচিত ছিল ঝধহঃরধমড় (সান্টিয়াগো) নামে। কলম্বাস এ দ্বীপকে ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করতো।
আমেরিকা ও কানাডার পর জনসংখ্যায় আমেরিকার তৃতীয় অ্যাংলো কোনো দেশ 'জ্যামাইকা'। ক্যারিবিয়ান অঞ্চলের সর্ববৃহৎ ইংরেজি ভাষী দ্বীপ। বৃটিশ এডমিরাল উইলিয়াম পেন এবং জেনারেল ভেনাবেলস 1655 সালে এ দ্বীপ দখল করে নেন। আয়তনে তৃতীয় বৃহত্তম ক্যারিবিয়ান দ্বীপ জ্যামাইকা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে 6 আগস্ট 1962 সালে।
বিশ্ববিখ্যাত 'রেগে' সঙ্গীতের জন্য বিখ্যাত জ্যামাইকা।
প্রথম নারী প্রধানমন্ত্রী পোরশিয়া সিম্পসন মিলার 'ংরংঃধ চ' নামে পরিচিত।
2007 সালের ওয়ার্ল্ড কাপ কৃকেটের লোগো ক্যারিবীয়দের সজীবতার প্রতীক। এই অঞ্চলে সঙ্গীত ও উন্মাতাল পার্টির জন্য বিশ্বজোড়া পরিচিত। তাই এসব বাসত্দবতাকে ফুটিয়ে তোলা হয়েছে 2007 সালের ওয়ার্ল্ড কাপ কৃকেটের লোগোতে। 28 এপৃল শেষ হয়ে যাবে ওয়ার্ল্ড কাপ কৃকেট ফাইনাল।
এর আগেই কোনো কোনো দেশকে ফিরতে হবে। যারা জিতবে তাদের কাছে ওয়েস্ট ইন্ডিজ স্মরণীয় হয়ে থাকবে। যারা হারবে তাদেরও স্মৃতির পাতায় নামটি লেখা থাকবে। আর এর মধ্য দিয়ে কৃকেট ওয়ার্ল্ড কাপের সঙ্গে আর একটি দেশ ইতিহাসের দিকে পা বাড়াবে। হয়তোবা কোনো কারণে আমাদের (বাংলাদেশিদের) জন্যও শুভ কোনো অঘটন ঘটে যেতে পারে যা ওয়েস্ট ইন্ডিজকে আমাদের কাছেও স্মরণীয় করে রাখবে! স্মরণীয় হবে ওয়ার্ল্ড কাপ কৃকেট 2007।
হাসনাত হাওড়ী
যধৎিবব.ফঁ@মসধরষ.পড়স
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।