। । । ক্লান্তি আমায় ক্ষমা করো । ।
।
সুইডিশ শার্লট্যা গত পরশু থাইল্যান্ড এসেছিলেন বিজনেস পারপাসে। অ্যাপয়েন্টমেন্ট আজ সকাল দশটায়। আজ সকাল সাতটায় ফোন করে জানালো - স্যরি আই ক্যান নট কাম!
গলার স্বর খুব বিমর্ষ শোনালো।
- কেন? আর য়ূ্য ওকে?
- মাই ক্যাট ইস গন...
- মানে?
- 'আমার বিড়ালটি পাওয়া যাচ্ছে না'।
মনে হলো শার্লট্যা কান্না করছে।
- বিড়াল! কোথায় হারিয়েছে?
- সুইডেনে, আমার বন্ধুর বাসায় রেখে এসেছিলাম। গত রাতে ফোন পেলাম - দ্য ক্যাট ইজ লস্ট! আমাকে সুইডেন যেতে হবে বিড়াল খুঁজতে...।
- মিটিংটা করে গেলে হয় না? আমার অবাক হওয়ার পালা।
- নো, ইমপসিব্যল! আই লাভ হিম মোর দ্যান মাই লাইফ।
আমি নীরব। কী বলবো বুঝতে পারছিলাম না।
- য়ূ্য নো, পৃথিবীতে বিড়ালটি ছাড়া আমার আপন আর কেউ নেই। মাই হাসব্যান্ড ডাইড, নো চাইলড...।
- সুইডেন যাচ্ছো কবে?
- আজ বিকেলের ফ্লাইটে।
বিড়াল খুঁজে পেলে আবার নতুন শিডিউল জানাবো। আই অ্যাম স্যরি ফর য়ূ্যর ইনকনভেনিয়েন্স!
সামান্য একটি বিড়ালের জন্য এতো মায়া! প্লেন ফেয়ার, ফুডিং-লজিং সব বৃথা! বিড়াল খুঁজতে বিজনেস ট্রিপ ক্যানসেল করে সুইডেন যেতে হবে!
পরে ভাবলাম - কে জানে, হয়তো 51 বছর বয়েসী শর্লট্যার কাছে ঐ বিড়ালই একমাত্র আপন! আহ্, মানুষ কতোটা নি:স্ব হয়ে যায় !
-------
বাংলাদেশ হেরে গেলো শ্রী লংকার কাছে। হারার চেয়েও বড় কথা বাংলাদেশ নিজেদের খেলাটুকু খেলতে পারেনি। উৎপল শুভ্রের লেখাটা খুব ভালো লেগেছে - [link|http://www.prothom-alo.org/index.news.details.php?nid=NDkxOQ==&PHPSESSID=aae7a619d55c9eabf01a3a12acec274c|w`bwU evsjv
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।