যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
শার্টের কলারে সরিষা ক্ষেতের রঙ
তোমার ঠোঁট থেকে লেগে গেল
ব্রীজের উপর থেকে নদীটা ঠিক টি এর মত
আর দেখা যায় বিস্ত্রির্ণ হলুদ মাঠ!
ঐখানে যেতে হবে বাইকে চড়ে এলোচুলে
ঐখানে যেতে হবে দিনের আলোয় রোদমুখে
ঐখানে তোমার দৌড়ঝাপ একদম নগ্ন হবে
ঐখানে গেলেই বুঝবো তুমি থামোনা মোট্টে!
চোখে দেখি সরিষার ক্ষেত, হলুদ হলুদ দিন
জেগে থাকি ঠোটে, দুরন্তসখির কম্পিত মুখে
সে থামতে চায় না অথচ থেমে থাকি বহুদিন
নদী, ক্ষেত আর ব্রীজের হলদিয়া বুকে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।