আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গ শার্টের পকেটে একটি বাতাস নিয়েছি আমি

ডুবোজ্বর

২১০৪০৭-৩ বাতাসগুলি ঝরে বাতাসগুলি ঝরে পড়ে মেঘ আর প্রকৃতি ছুঁয়ে সমস্তরাত নিঃসঙ্গ ঝরে ডানাভাঙা আবার ডানা হয় এবং উড়ে যায় পুনর্বার ঝরবে ওজোনস্তর ছিঁড়ে ঝরে পড়বে সমস্তনীল বাতাসের সাথে নিঃসঙ্গ শার্টের পকেটে একটি বাতাস নিয়েছি আমি বাহির হবো ডানার সন্ধানে কারো দুয়ারে গিয়ে দাঁড়াবো কারো দরোজার ওপারে সহবাসে রত ডানার কারিগর তাকে দেবো পতিতওজোনস্তর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।