হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
শুক্রবারের দুপুরটাই আমার কিছুটা পরিচিত। অন্য ছয় দিন দুপুর টা দেখতে কেমন ? কোন আইডিয়া নেই। হঠাৎ উপর মহলের নির্দেশে কিছু সময়ের জন্য অন্য এক সহকমর্ী কে নিয়ে কাজে বের হলাম।
অফিসের উজ্জল আলোয় বসে থাকতে থাকতে রোদের আলো রং কেমন ভুলতে বসেছিলাম। আজ বাইরে গিয়ে গায়ে রোদ মাখালাম। পুরো রাস্তা জুড়ে ব্যস্ততার ছাপ, ছুটোছুটি করছে মানুষ, গাড়ির তীব্র হর্ন, ফুটপাথের দোকান, শেয়ার কেনার লাইন। অন্য একটা অফিসে কাজ সেরে কিছুক্ষনের মধ্যে চলে আসলাম। এই অল্পক্ষন সময় রোদে কাটিয়ে চোখে কেমন জানি অন্ধকার দেখছি !
দূর্লভ স্মৃতি ঃ 20 মার্চ 2007ইং, মঙ্গলবার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।