আমাদের কথা খুঁজে নিন

   

তামিম মুসফিক সাকিব মাশরাফি রাজ্জাক তোমাদের বীরত্বে আমরা গর্বিত তোমাদের অভিনন্দন ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

গত চলি্লশ ঘন্টায় চোখে ঘুম নেই । আমার এখানকার সময় অনুযাযী রাত সাড়ে দশ টায় শুরু হয় ইতিহাস গড়া বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচটি । সভাবতই সকাল বেলা ঘুম থেকে উঠে দিনের কাজকর্ম শেষ করে অপেক্ষা বিশ্বকাপের ম্যাচটির জন্য । খেলা দেখবো উত্তেজনা ছিল ভেবেছিলাম দুই তিন ঘন্টা খেলা দেখে ঘুমিয়ে পড়বো ভোর রতে উঠে একটু দেখে কাজে চলে যাব । কিন্ত আমার দেশের সোনার ছেলেরা সে সুযোগ কোথায় দিল ? না আমার কোন অনুযোগ নয় ।

খেলা দেখতে শুরু করলাম মাশরাফি , রাজ্জাক , রফিকরা সাবিনা পার্কে যে নাটকের ডায়লগ দেয়া শুরু করল উত্তেজনায় শিহরিত আমি এক মিনিটের জন্যেও চোখ সরাতে পারছিনা কারন কখন যে কোন সুন্দর ডায়লগটা আমি মিস করি এভাবনায় । এমনি করে শেষ হলো সৌরভ শচীন দ্রাবির বদ কাব্য । চোখে ঘুম নাই রাত পোহালে কাজে যেতে হবে সে কথা মনে এলে বলি কাজতো এ জীবনে কম করলাম না । এই ব্যাট বলের ঝংকার আমি কি করে মিস করি । আমাদের তামিম , শাহরিয়ার , মুসফিক , সাকিব , আফতাব , আশরাফুল , হাবিবুলদের ব্যাট ছোঁয়ে যে সুর আসবে তাকি আমি হেলায় ঠেলে দিতে পারি ? না আমি পারিনি সে সুর থেকে দুরে থাকতে ।

শুরু হলো তামিম সঙ্গীত আহা কি সুর আর কথা যেন হৃদয় ছোঁয়ে যায় । সাকিব মুশফিকরা কি মায়াবি জা েল আমায় বেঁধে ফেললো সকাল ছয়টা পর্যন্ত । শেষ রানটি নিতে যখন দেরী হচ্ছিল বুঝলাম একটা চার ছয়ের জন্যই অপেক্ষা । অতঃপর তা হলো । মিষ্টি এনে রাখা হয়েছিল ভারতের ইনিংস শেষ হতেই ।

সবাই মিলে মিষ্টি খেয়ে আমি বেরিয়ে পরলাম । কারন ঐ যে চাকুরীর গোড়ায় পানি দিতে হবে । এই মাএ বাসায় ফিরলাম ব্লগে চোখ রাখলাম । লিখতে বসলাম ইতিহাস গড়া আমাদের জয়ে নিজের অবস্তা জানাতে । আবার বেরিয়ে যাচ্ছি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের সংগঠন ''বাংলাদেশ সেন্ট্রাল কমিটি সাউথ কোরিয়া ''কতৃক আয়োজিত আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজক কমিটির প্রস্তুতি সভায় যোগ দিতে ।

কখন ফিরব জানিনা আর ঘুম ? সত্যি বলছি একটুও ক্লান্তি নাই । দেশের গৌরবে প্রবাসে বসে এর চেয়ে বেশী কিছু করার ক্ষমতা যে আমার নাই । শুভেচ্ছা অভিনন্দন আর ভালবাসা বাংলাদেশ ক্রিকেট টিম । তোমাদের বীরত্বে আমরা গর্বিত , তোমাদের অভিনন্দন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।