নিরাপত্তার বলায় ভেঙ্গে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মঞ্চের টেবিলের নিচে গিয়ে সংসদ সৈয়দা সাজেদা চৌধুরীর পা জড়িয়ে ধরেন এক ব্যক্তি। এ ঘটনার পরে থেমে যায় অনুষ্ঠান। সংসদ উপনেতার নিরাপত্তার জন্য সভাস্থলে একজন এএসপি, একজন ওসিসহ কমপক্ষে ৪০ জন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও বিষয়টি তাদের দৃষ্টিতে আসে লোকটিকে টেনে বের করার পর।
ঘটনাটি ঘটেছে আজ দুপুর ২টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলগোবিন্দপুর বিদ্যালয়ের মাঠে ডাঙ্গী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ।
এ সময় সংসদ উপনেতা বিব্রত হয়ে পড়েন। শুধু তিনি নন, মঞ্চে উপবষ্টি অন্যরাও চরম বিব্রত হন এঘটনায়।
নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের সভাপতিত্বে সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মিনা মাসুদউজ্জামান, উপনেতার ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সংসদ উপনেতার একান্ত উপ-সচিব জামাল হোসেন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালামসহ স্থানীয় নেতারা।
সংসদ উপনেতার অনুষ্ঠানে নিছিদ্র নিরাপত্তা ভেদ করে টেবিলে নিচে গিয়ে তার পায়ের কাছে অবস্থান নেওয়ার মতো এই ঝুঁকিপূর্ণ ঘটনা সম্পর্কে স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল সরদার বলেন, আসলে ওই লোকটি পাগল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।