আমাদের দেশ স্বাধীন দেশ, তাই মোটামুটি এমন কোন কর্ম নাই যা আমরা মনে করি যে আমাদের করা ঠিক না। স্বাধীন দেশে যে যা চাইবে তাই করতে পারবে। চাই সে দেশী আইনই হোক আর আন্তর্জাতিক আইনকেই বুড়ো আংগুল দেখানোই হোক। তারপরেও আইনটা জানা থাকলে প্রয়োজনে ভাঙ্গাটা সহজ হয়। যদিও এই ব্লগে আইনী ব্যাকগ্রাউন্ডের মানুষজন কমই দেখেছি, তারপরেও কেউ যদি তথ্যটি দিতে পারেন তাহলে খুব উপকার হয়।
আমার একটু জানা দরকার ছিল, বাংলাদেশের আইন অনুযায়ী একজন লেখকের মৃত্যুর কত বছর পরে তার সাহিত্যকর্মগুলো সাধারণ ব্যাবহারের জন্য উন্মুক্ত হয়ে যায়, বা পাবলিক ডোমেইনে প্রবেশ করে। আমাকে কেউ একজন জানালো ৩০ বছর পরেই নাকি কপিরাইট শেষ হয়ে যায়। কেউ কি আরো বস্তুনির্ভর রেফারেন্স সহ কোন তথ্য দিতে পারবেন?
মজার বিষয় হল ঘাটাঘাটি করতে গিয়ে ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি এলায়েন্সের সাইটে একটা রিপোর্ট পেলাম বাংলাদেশের ওপর। ওদের হিসাবে আমাদের দেশে চুরিচামারির হার প্রায় ১০০%। ওদের পকেটে পয়সা না ঢুকলে আমাদের কি?
!@@!570493 !@@!570494 !@@!570495
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।