আমাদের কথা খুঁজে নিন

   

গেসবল ৫: কপিরাইট ঝামেলা

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

এই সাইটে অনেকেই আছেন যারা লেখালেখি করেন। অনেকে অলরেডী খুব ভাল লেখেন, অনেকের মাঝে ভাল লেখকের সম্ভাবনাও দেখা যায়। হয়ত, এদের সবার মাঝেই একটা সুপ্ত স্বপ্ন আছে যে কোনদিন একটা বই লিখব। হোক সেটা গল্প, উপন্যাস, কবিতা, ভ্রমন কাহিনী, গদ্য বা এটাসেটা। যেটাই হোক, বই লিখতে গেলে আপনাকে একটা ক্রুশিয়াল বিষয়ে খেয়াল রাখতে হবে, যেটা হলো গিয়ে 'কপিরাইট'।

আপনার কথাগুলো যাতে অন্য কেউ চুরি করে বই হিসেবে ছেপে নিতে না পারে। সাধারণ বইয়ের ক্ষেত্রে কেউ যদি আপনার লেখা নকল করে, সেটা ধরতে খুব একটা অসুবিধা হয়না। তবে এমধরনের বইয়ের ক্ষেত্রে ঝামেলা আছে। সেটা হলো ডিকশনারী বা অভিধান। কারণ, এখানে শব্দ জড়ো করা হয়, শব্দের অর্থ লেখা হয়।

কাজেই, ধরুন আপনি খুব খেটেখুটে একটা উন্নত মানের অভিধান বানালেন, পরদিন কেউ সেটা পুরা কপি করে নতুন নামে বাজারে ছাড়ল। আপনার কপিরাইট দাবী করাটা আসলেই কঠিন হয়ে যাবে! তাহলে কি কেউ অভিধান লিখবেননা? আসুন আজকের গেসবলে খেলি, কিভাবে অভিধান লেখকদের আমরা কপিরাইট সমস্যা থেকে বাঁচাতে পারি। ও.কে. ... স্টার্ট!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.