আমাদের কথা খুঁজে নিন

   

দেশের বাইরে আসবেন???আরো একবার ভাববেন কি।ঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা!!!

অচেনা পথে হাটতে চাই অনেক দুর

দেশের বাইরে আসতে চাইছেন?স্টুডেন্ট কিংবা পাসপের্াটধারী কইন্যা বিয়া কইরা,কিংবা ওয়র্াক পারমিটে?যদি এমন হয় তাহলে আরো একবার ভাবুন ঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা। কারন খুবই সিম্পল,স্টুডেন্ট ভিসায় আসলে নানান ঝামেলা,ইউনিভর্াসিটির পেপারস দেখাও,ভালো স্পনসর দেখাও তার উপর আবার বিভিন্ন কাগজ পএ দেখাও নানান ঝামেলা। এত ঝামেলা শেষ করে সব কিছু ঠিক করে জমা দেওয়া,তার পর কঠিন প্রার্থনা ভিসা পাবার জন্য। যদি ভিসা পেয়ে যান তাহলে আলহামদুরিল্লা,না পেলে আপিলের আবেদন করা এবং মন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাওয়া। যারা ভিসা পাবেন নাচতে নাচতে চলে আসবেন স্বপ্নের দেশে,ক্লাস ও শুরু করবেন,2 মাস 3 মাস,তার পর এত টাকার জোগান আপনার পরিবার নাও বহন করতে পারে,বাধ্য হয়ে চাকরি শুরু ,চাকরি পাওয়া আরো ঝামেলার কাজ,যাই হোক কাজ কাম করে এসে পড়ালেখার প্রতি মন আর থাকে না,তাই বাধ্য হয়ে সেমিস্টার ড্রর্প করা,তার পর এই যে কাজের নেশা আর সপ্তাহ শেষে ভিন মুদ্রাগোনা,দেশে টাকা পাঠানো,ব্যাস পড়ালেখা গোল্লায়।

দেশ থেকে যে যা পাশ করে এসছেন এটাই শেষ সম্বল,ভিন্নতার কথা বলবো না,রেয়ার কেস আছে দুই একটা। ভাবছেন পাসপের্াটধারী কইন্যা বিয়া কইরা ভিন দেশে আসবেন!!চরম বোকামী। যাই হোক যার যার কপাল সেই সেই পুড়বো আমার কি। যাই হোক বিয়া না হয় করলেন,মাশাল্লা ইয়া মোটা কিংবা খুব মর্ডান কোন মাইয়া,যার লগে তাল মিলাইতে আপনার আরো একবার জন্ম আবশ্যক। বিয়া কইরা বউরে পাঠাইয়া দিবেন নিজের লাইগা বন্দোবস করার লাইগা,মাশাল্লা আপনার অনুপস্থিতিতে উনি আবার আগের বয়ফ্রেন্ডের লগে লিভটুগেদার শুরু করছেন।

অনেক কাগজ পএ দিয়া শেষ মেষ আপনে ভিসা পাইলেন,হায় আল্লা কি খুশি স্বপ্নের দেশে যাইবেন। কি আর হইবো বেশি হইলে রেস্টুরেন্ট এ কাম করবেন আর না হইলে কোন দোকানে কামলা খাটবেন। রাইতে ঘরে আসলে দেখবেন বউ নাই,গেছে ডিসকো ডেনচারে । আহারে বেচারা। বহুত কান্দন আইবো,কানবার ও পারবেন না জোরে কান্দলে আবার ঘরে ডির্স্টাব হইতে পারে।

আর যারা ইতি মধ্য উপরের দুই আলোচনার কোনটাতেই সফল হন নাই,তারা ওয়র্াকপারমিটে আইবার প্ল্যান করতাছেন,ভালো ভালো ভিসা পাইলে ভালো,আইসা কামলা দিবেন আর সারা জীবন কিচেনে পইচা মরবেন, সামনের দুনিয়া কোন দিন ও দেখবার পারবেন না,কারন আপনার ত মুরদ ই নাই,2-5 বছর কাম কইরা কোন এক কইন্যা ধইরা বিয়া করবেন পাসপের্াটের আশায়,লাভ নাই দ্্বিতীয় প্যারার আলোচনা আবার পড়েন,বুঝবেন ঠ্যালা। এই হইলো আমার কথা,আমি এগুলা কইলাম ভালোর লাইগা,যারা বুঝার তারা বুঝবেন,আর যারা আবাল তারা পইচা মরবেন। আমি এইগুলা দেখতাছি আজই 8মাস ধইরা,অনেক কাহিনী ও শুনছি,তাই এই পোষ্টটা হইলো এক মহা সতর্কবাণী। আমি ও চলে আসতেছি 1 বছর পর। ? 56?................ ছবি..............চুরি করছি


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.