গতকাল প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় বিভিন্ন মহলে গুজব ওঠে সাকিব খেলার পাশাপাশি এবার বোধহয় রাজনীতির মাঠেও নামছেন।
রাজনীতি নিয়ে তার অবস্থান স্পষ্ট করতে আজ তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট সেনসেশন সাকিব আল হাসান।
সাকিব বলেছেন, আমার অবস্থান স্পষ্ট করার সুযোগ দিন। আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না। আমার জীবনে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো অভিপ্রায় নেই। ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের অনুরোধে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের পক্ষে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম।
আমি অনুষ্ঠানে রাজনীতি নিয়ে একটি শব্দও উচ্চারণ করিনি।
সুতরাং, আমি আপনাদের অনুরোধ করছি, আমাদের মিডিয়াকে বিশ্বাস না করতে। আমি আশা করছি, আমি আমার অবস্থান স্পষ্ট করতে পেরেছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।