আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
বুঝলাম না হঠাত করে সক্কলে কিংবা গুটি কয়েক হ্যাকার ( কিংবা ক্র্যাকার ) ক্ষুব্ধ হয়ে উঠলেন। স্ক্রিপ্টের ত্রুটিকে পুঁজি করে যেভাবে আজ সাইটের উপর আঘাত চলেছে, তাতে তেমন একটা ক্ষতি হয় নাই, তবে প্রথম পেজের সৌন্দর্যের ব্যাঘাত ঘটেছে। কয়েক দিন ধরেই জনৈক হ্যাকার সাইটের ব্ল্যাক হোলগুলো জনসম্মুখে তুলে ধরছিলেন আর আজকে ওয়েব সাইটের এই হাল। তিনি শিখিয়েছিলেন কি করে ইচ্ছেমতো রেটিং চালানো যায়, তারপর থেকেই পাবলিকে ব্লগিং বাদ দিয়ে রেটিং প্রদানে মনোনিবেশ করেছেন .... হাহাহাহাহা।
সাইট এডমিনরা কি করছেন জানি না, তবে ভাল জিনিস সবার পেটে সহ্য হয় না, তাই হয়তো অনেকের হ্যাকার হওয়ার সাধ জাগছে। তারা আর হ্যাকার সংঘও গঠন করে নিজ নিজ প্রোফাইলে অকটপে পোষ্টাইতেছেন।
আমাগো মাফ কইরা দেয়া যায় না, হ্যাকার হইতে না পারলে অন্তত ক্র্যাকার হয়ে সাইটের বারোটা বাজানো কোনোই প্রয়োজন আপাতত দেখছি না। ক্র্যাকারের সংঙ্গা না জানলে গুগলে সার্চ দিয়া দেখতে পারেন ... ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।