আমাদের কথা খুঁজে নিন

   

তরুণ হ্যাকার আটক

এ ঘটনায় আটক করা হয়েছে ১৯ বছর বয়সী এক তরুণকে। তার নাম প্রকাশ না করে পুলিশ জানিয়েছে, আটক তরুণের বাবা পেশায় তথ্যপ্রযুক্তি প্রকৌশলী। নিজের বাসা থেকেই তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত কম্পিউটার ও হ্যাকিংয়ে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
সংবাদবিষয়ক ওয়েবসাইট স্কাই নিউজ জানিয়েছে, এ তরুণ হ্যাকিংয়ের মাধ্যমে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক মাসে ৫০ হাজার ডলার তুলে নেয়।
পুলিশ জানিয়েছে, চক্রটি একটি অনলাইন গেইমিং সাইটের জন্য ভাইরাস তৈরি করে। এতে কেউ গেইমিং ওয়েবসাইটিতে ভিজিট করলেই কম্পিউটারে ভাইরাস ছড়াতো। ভাইরাসটি কম্পিউটারে থাকা অনলাইন ব্যাংকিংয়ের তথ্য চুরি করে তা ভাইরাস নির্মাতাদের কাছে পাঠাত। সে তথ্য ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর করত সাইবার অপরাধীরা।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।