কোডরেড হ্যাকার, এটিএন নিউজ এর বানানো হ্যাকার ! ! !অবশেষে বের করা হয়ছে কে সেই কোড-রেড হ্যাকার। তার নাম শাহরিয়ার হাসান পৃথিবী, ২০০৭ সালে সে কাজ করত রেডিও ফুর্তি তে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে। আগস্ট ২০০৯ এ তাকে রেডিও ফুর্তি থেকে বের করে দেয়ার পর সে নিজে একটি অনলাইন রেডিও করে নাম দেয় রেডিও আনমিক্সড, কোন কারনে তার রেডিওটি মার্কেট পায়নি বলে সে রেডিওটি বন্ধ করে দেয়। পরে সে দা টোমাটো নামে একটি কোম্পানী তে, দা টোমাটো একটি ওয়েব ডিজাইন ও ডেভেলপ,ওয়েব হোস্টিং এবং আই এস পি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) কোম্পানী। ঐখান থেকে স এ কিছু ওয়েব ডেভেলপিং এবং ওয়েব সম্পর্কিত কাজ এর উপর ধারনা করে নেয়। পরে দা টোমাটো এর অধিনে খুলে রেডিও আহা (এখনো চলছে), সে খান থেকে বেরিয়ে সে যোগ দেয় নতুন জন্ম নেয়া এফ এম রেডিও ''পিপলস রেডিও'' তে। সে অনিক খান এর খুব কাছের একজন বন্ধু। অনিক খান এটিএন নিউজ এ ইয়াং নাইট নামে একটি প্রোগ্রাম করে। সেই খাতিরে তাকে ঐ দিন নিয়ে যাওয়া হয় ঐ প্রোগ্রামে যেখানে তাকে বানানো হয় কোড-রেড হ্যাকার। তথ্য সূএ:http://www.amarblog.com একবার দেখে নিন তার ভিডিও টি মুন্নি সাহার সাথে: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।