আমাদের কথা খুঁজে নিন

   

সিমিন হোসেন রিমি একজন ধর্ষক এপিএস কে বাঁচাতে গিয়ে তাজউদ্দীন আহমদের মৃত আত্নাটিকে আর কষ্ট ও লজ্জা দিয়েন না।

সিমিন হোসেন রিমি আপনার প্রতি করজোড়ে মিনতি করে বলতে চাই দোহাই লাগে তাজউদ্দীন আহমদের মৃত আত্নাটিকে আর কষ্ট ও লজ্জা দিয়েন না। সিমিন হোসেন রিমি নামটার সাথে পরিচয় প্রথম আলোতে তার বাবা বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী তাজউদ্দীন আহমেদকে নিয়ে হৃদয় স্পর্শী লেখার মাধ্যমে। আমি তাকে খুবই শ্রদ্ধা করতাম এই করণে যে উনি আমাদের মত তরুণ প্রজন্মের মানুষদেরকে মুক্তিযুদ্ধের প্রধান সংগঠকের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। কিন্তু তার প্রতি শ্রদ্ধার পারদ নিম্নমুখী হতে শুরু করল যখন শুনলাম ঢাকায় প্লট, শুল্ক মুক্ত গাড়ীর লোভে ছোট ভাইয়ের গালে পড়া শেখ সেলিমের চড়ের কথা ভুলে গিয়ে আওয়ামীলীগের নমিনেশনে একই আসনে সংসদ নির্বাচন করবেন। তখনই বুঝতে পেড়েছিলাম সোহেল তাজ ব্যক্তি জীবনে তার বাবার আদর্শকে শুধু ধরনই করেননি পালন ও করতেছেন।

বিপরীত ক্রমে সিমিন হোসেন রিমি তার বাবার অর্জিত সম্মনকে বিক্রি করে খাবার উদ্যোগ নিয়েছেন। আজ সেই ধরনার পরিপূর্ণতা পেল যখন জানতে পারলাম সিমিন হোসেন রিমি তার এ পি এস ধর্ষক কাজল মোল্লা কে রক্ষা করতে সেই কিশোরীর পরিবারকেই হুমকি দিতে সরা সরি সেই বাড়িতে উপস্হিত হয়েছেন। ছোট বেলায় স্কুল জীবনে পড়া ভাবসম্প্রসারনটি মনে পড়ে গেল আপনার এলাকার একটি অসহায় নির্যাতিতা ও ধর্ষিত একটি কিশোরী কে বাঁচাতে না এসে যখন সেই ধর্ষক আপনার এ পি এস মোল্লাকে বাঁচাতে সেই কিশোরীর পরিবারকেই হুমকি দিতে সরা সরি সেই বাড়িতে যান। "অন্যায় যে করে আর অন্যায় যে সহে/ তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে" বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর খবরে বিস্তারিত ভাবে উঠে এসেছে আপনি ও আপনার দলের মানুষরা কিভাবে সেই নির্যাতিতা কিশোরিটির পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেন ঘটনা চেপে যাবার জন্য। কাশফিয়া ধর্ষণ: সাংসদ সিমিন হোসেন রিমির কাছে খোলা চিঠি কাশফিয়া ধর্ষণ: ডিসি এসপি ওসিকে হাইকোর্টে তলব ‘কাশফিয়া’কে সোমবার হাইকোর্টে হাজির করার নির্দেশ আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে কাপাসিয়ার মানুষ আওয়ামীলীগের সিমিন হোসেন রিমিকে ভোট দেয় নাই ভোট দিয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তি যুদ্ধের প্রধান সংগঠক তাজউদ্দীন আহমেদের মেয়েকে।

আপনি আপনার যোগ্যতা দিয়ে ভোটে জিতে সংসদ হন নি হয়েছেন তাজউদ্দীন আহমেদের যোগ্যতা ও সম্মনের কারণে। তাই আপনি তাজউদ্দীন আহমেদের সম্মান নিয়ে ছিনি-মিনি খেলতে পারেন না। এখনও সময় আছে আপনার ধর্ষক এ পি এস কাজল মোল্লা কে আইনের হাতে তুলে দিয়ে সেই নির্যাতিতা মেয়েটিকে বাঁচাতে এগিয়ে আসুন। সেই সাথে আপনার প্রথমোক্ত কার্যকলাপের জন্য কাপাসিয়া বাসির কাছে ক্ষমা চান। এতে করে আপনার হারানো সম্মান পুনরুদ্ধার হবে ও তাজউদ্দীন আহমেদের মৃত আত্নাটিও লজ্জার হাত থেকে রক্ষা পাবে।

রিমির এই কার্যকলাপ পড়ে আইয়ুব বাচ্চুর একটা গানের কথা মনে পড়ে গে "এক পরুষে গড়ে ধন, এক পরুষে খায়" রিমি, মোহাম্মদ নাসিম, তারেক জিয়া তাদের বাবাদের অর্জিত সম্মান বিক্রি করে খেতে খেতে তাদের দেউলিয়া করে দেবার উপক্রম করেছেন। কবে যে দেশের জনগন এই কু-সন্তান গুলোর জন্য তাদের মৃত বাবাদেরকে গালি দেওয়া শরু করবে সেটাই এখন দেখার বিষয়।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।