আমাদের কথা খুঁজে নিন

   

নামটা যদি "সিমিন হোসেন" না হয়ে "সিমিন তাজ" হতো...

মাংসের গন্ধ পাচ্ছি. . কাঁচা না, রান্না করা.। । । আত্নসম্মানবোধ এমন একটা জিনিস, যেটা কাউকে বলে কয়ে অর্জন করে দেয়া যায় না। যেখানে নিজের বাবা শুধুমাত্র আত্নসম্মানবোধের কারনে মন্ত্রীসভায় থাকতে পারলেন না, পারলেন না নিজের চাচা, এমনকি সহোদর ভাই-ও, সেখানে সিমিন হোসেন রিমি নিজেকে গাজীপুরের প্রতনিধি হিসেবে কেন দাঁড়া করালেন, তা বোধ করি তিনিই ভাল বলতে পারবেন।

হয়তবা ত্তিনি ভুলে গেছেন সব, এমনকি নিজের ছেলের উপর গুলশানে পুলিশি হামলাও। পানিতে বড়শি ফেলে মাছ ধরার সময়, যখন ১টা মাছ বড়শিতে গেঁথে যায়, তখন অন্য মাছগুলো যে কিছুই বুঝে না, তা না; কিন্তু খাবারের লোভে আবার সেই বড়শির কাছেই চলে আসে। দূর্মুখেরা অনেকেই সিমিন হোসেন রিমির সাথে মন্ত্রীত্বের লোভটাকেই হয়ত। । বড় করে দেখছেন, বা দেখতে চাইবেন।

তবে তাঁর ১ বার হলেও ভাবা দরকার ছিল, বাবা ছিলেন বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদ, আর ভাই সোহেল তাজ। অবশ্য নামের সাথে সাথে যদি মন থেকেও তাজ পরিবারের “তাজ” শব্দটি উঠিইয়ে থাকেন, তাহলে ভিন্ন কথা…… ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.