আমাদের কথা খুঁজে নিন

   

এয়ারটেলে ফ্রি নেট ব্যাবহার করার পদ্বতি জেনে নিন।

এয়ারটেলে ফ্রি নেট ব্যাবহার করার পদ্বতি জেনে নিন। সবাইতো এখন আমরা ফ্রি নেট এর পিচনে গুরছি যদি না নতুন কোন সিস্টেম জানা যায়। আমরা সবাই জানি অনেকে গ্রামিনফোনে ফ্রি ইন্টারনেট চালিয়ে ধুম ফেলে দিয়েছেন। পরবর্তিতে আমরা কেউ কেউ বাংলা লিংকেও ফ্রি নেট চালিয়েছে। আসলে একটা আবিস্কার হলে বাকি গুলা ও আবিস্কার হয়ে যায়।

আজকে আমি আপনাদের সাথে এয়ারটেলে ফ্রি নেট চালানোর সিস্টেম জানাবো। আর এটা কতটুকু কার্যকরি হয়ে তা আপনারা নিজেরা চেস্টা করলেই দেখবে। আর সকলেই যে ফ্রি নেট চালাতে পারবেন এমন ও না। কারন আমি গ্রামিন ফোনে চালাতে পারলেও আমার এক বন্ধু পারেনি। তাই আমি বলছি সবার হবে এমন না।

যাই হো আমরা কিছু স্টেপ অনুসরন করলেই কাংক্ষিত পথে যেতে পারবে চলুন জেনে নিই।
১)প্রথমে যেটা থাকতে হবে সেটাতো জানিই আপনার এয়ারটেল সিম থাকতে  হবে। ২)সাধারনতো আমার মনে হয় সিস্টেমটা এন্ড্রয়েডের উপর কার্যকরি Android 2.3 এবং এর উপরের ভার্সন হলে ভালো হয়।
৩)এখন আপনি আপনার ইন্টারনেট প্যাকেজটা চালু করে নিন PG2, So type a SMS PG2 and send SMS to 5000. এখন আপনি নতুন একটি  apn বানান, আপনার ফোন সেটিংয়ে যান Setting > Mobile Network> Access point Names > and Create a new apn।
৪)APN NAME – androik
৫)APN – gpinternet or internet
৬)Proxy – 141.0.11.241
৭)Port – 80
এখন আপনি একটি নতুন এপিএন দেখতে পারনেন।

এবার আপনি opera handler টি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর ইনিস্টল করে নিবেন। এখন আপনি opera handler টি অপেন করলে  handle menu দেখতে পারনেন। এখন আপনি একটু ইডিট করে proxy type – Real Host এবং Proxy server – wap.banglalinkgsm.com. দেন। তারপরে opera handler  টি সেইভ করুন।

কাজ শেষ এবার ফ্রি নেট ব্যাবহার করুন। ভাই আগে ভাগে বলে নিই এটা কিন্তু ১০০% কার্যকরী হবে এমন না। সুতরাং আপনারা কমেন্টস করতে একটু হিসাব নিকাশ কইরা করবেন। ধন্যবাদ সবাই ভালো থাকবেন। আর লেখাটি প্রথম প্রকাশিত হয়েছে  এখানে ফেইসবুকে সব সময় পাবেন এখানে


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৫৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।