আমাদের কথা খুঁজে নিন

   

এয়ারটেলে ফ্রি- তয় সাবধান টেকা লাগবো



১৬ই ডিসেম্বর উপলক্ষে এয়ারটেলে একটা ধামাকা অফার দিছে। ফিরি খাইতে গেছি, হেইকতা কমু না। তয় ইন্টারনেট প্যাক কেনার জন্য ৪১০ টাকা ঢুকাইছিলাম। ১জিবি থ্রিজি নিতে ৪০২ টাকা লাগবো। লগে এক জিবি ফ্রি।

থ্রিজি একটিভেট করতে গিয়া ভুলে *১২১*২১১১০# তে ক্লিক কইরা দেখি অ্যাকাউন্ট থেকে ৩৪ টাকা ৫০ পয়সা গায়েব। আসলে ওইডা ফ্রি আছিল। সব কটা জানালা খুলে দাও না--- বিজয় দিবস উপলক্ষে গানটি ফ্রি টিউন করতে *১২১*২১১১০# প্রেস করুন। ভুলে ওই নম্বর ক্লিক কইরা দেখি এই অবস্থা। অ্যাকাউন্ট থেকে ফিরি টিউনসের জন্য ৫০ পয়সা কম ৩৫ টাকা কাইডা ফালাইছে।

এইডারে কয় ফ্রি। সোনার দেশের সোনার ছেলেদের মাথায় যে সোনালী রংয়ের গোবব আছে এইডা আমি কখনোই বলব না। বিশেষ করে যারা এইরকম ফ্রি চালূ করেন। কারন কাস্টমার কেয়ারে ফোন করছি। তারা দু:খ প্রকাশ করিয়াছেন।

ভূলটাও স্বীকার করিয়াছেন। কিন্তু আমার টেকা ফেরত দেন নাই। এই রকম ভুয়া সেবা গ্রহণ করায় আমি লজ্জিত। এই রকম ফ্রি সেবায় ভুলে আমার প্রবেশের জন্য নিজেকে একজন সুস্থ বেকুব মনে কইরতাছি। তয় আনন্দের সাথে জানাচ্ছি আমার চেয়ে বড় বেকুব ওই ফ্রি অফার দিছে।

সতর্কতা: কেউ এই ফ্রি অফার খাইতে যাইবেন না। কারণ ফিরি টিউনসের জন্য আপনার একাউন্ট থেকেও ৫০ পয়সা কম ৩৫ টাকা কাইটবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।