আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতিতে যোগদানের খবর অস্বীকার সাকিবের

গত শুক্রবার আওয়ামী লীগ সরকারের পাঁচ বছরের কাজের মূল্যায়ন তুলে ধরতে বিভিন্ন পেশার ‘সফলদের’ মুখোমুখি হন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রূপকল্প ২০২১, গত পাঁচ বছরের অর্জন, আগামী পাঁচ বছরের অঙ্গীকার’ শীর্ষক আলোচনাসভায় যোগ দিয়েছিলেন সাকিবও। অনুষ্ঠানে ক্রিকেটে সাফল্যের কথা বলতে গিয়ে তাকে ‘সাকিব ভাই’ সম্বোধন করে জয় বলেন, “আমি আপনার হিউজ ফ্যান। ” এর পরপরই কয়েকটি সংবাদমাধ্যম জানায়, রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন বর্তমানে টেস্ট-ওয়ানডে দুটোতেই অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের সাবেক অধিনায়ক। এই খবরের প্রতিবাদ করে টুইটারে সাকিব জানিয়েছেন, “আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না এবং রাজনীতিতে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছাও আমার নেই।

ক্রিকেট বোর্ড সভাপতি (নাজমুল হাসান) আমাকে ক্রিকেট দলের পক্ষ থেকে ঐ অনুষ্ঠানে যোগ দেয়ার অনুরোধ করেছিলেন। তবে অনুষ্ঠানে আমি রাজনীতি নিয়ে একটি শব্দও উচ্চারণ করিনি। ” “আমি গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ বিশ্বাস না করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আশা করি আমি আমার অবস্থান পরিষ্কার করতে পেরেছি। ” অনুষ্ঠানের শুরুতে দেশের ক্রিকেটে সাফল্যের কথা তুলে ধরে সাকিব বলেন, “সাম্প্রতিক সময়ে আমাদের পারফরম্যান্স খুবই ভালো।

আশা করি আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমরা ভালো করবো। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.