"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
ভালবাসা আদর্শলিপি হলে-
আমি মনোযোগী ছাত্রের মত
তোমাকে বর্ণমালায় সাজাতাম।
বাবুই পাখীর মত নিপূণ একাগ্রতায়
শব্দের পর শব্দ জুড়ে কাব্যের নীড়
গড়তাম। তুমি সমকালীন কোন গল্প,
কবিতা কিংবা উপন্যাস হয়ে ফিরে
আসতে অমর একুশের বইমেলায়।
সবাই জানতো বই মানেই ভালবাসা,
আর আমি শব্দের বিলাসী কারিগর।
ভালবাসার কাব্যনীড়ে একসময় তুমি
এসে দাঁড়াতে সবার অলক্ষে। আমি
সব কান্তি ভুলে তোমাকেই খুঁজে
নিতাম অসংখ্য পাঠকের ভীড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।