আমাদের কথা খুঁজে নিন

   

মানবতাহীন ধর্ম আর ভালোবাসাহীন সঙ্গম কোন ঈশ্বরের নিয়ম নয়

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

আড়মোড়া ভাঙ্গার পর অনেক সময় সকালের নাস্তার চেয়ে, চায়ের কাপে ঠোঁট ছোয়ানো অনেক বেশী সুন্দর। শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ীর চেয়ে, অনেক সময় বেশী শান্তি দেয় বটতলার মাতাল বাতাস। তুমি-আমি বৈশাখী গান অনেক সময়েই সিম্ফোনীর চেয়ে অনেক বেশী জড়ায়। কখনো সখনো- এক টুকরো ফালি আমের আচার রাজভোগের চেয়েও মহার্ঘ। দাসখত নারী উজার দেহের চেয়ে অনেক সময়েই প্রেয়সীর মৃদু হাসি প্রজাপতিক আল্পনা অাঁকে শরীরে। তুমি, আমি, কোথায়, কখন হিসেবটুকু পেরিয়ে কাছাকাছি আসাই প্রকৃত সুখ। এটেল মাটিতে ফসল ফলাতে চাও? তবে ভালবেসে লাঙ্গল দাও। মনে রেখ, মানবতাহীন ধর্ম আর ভালোবাসাহীন সঙ্গম, কোন ঈশ্বরের নিয়ম নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।