বন্ধুদের নিয়ে বাঁচি
গ্রামের বাড়ি যাওয়ার পর, বাবা আমাদের এক পারিবারিক বন্ধু পরিবারকে দাওয়াত করেন। ওই পরিবারটি হিন্দু ধর্মাবলম্ভী। একই দিনে বাসায় বেড়াতে এসেছিলেন আমার ছোট মামা। তিনি কোরআনে হফেজ। খুব আদর করতেন ছোট বেলায়।
তারপর দীর্ঘদিন দেখা
হয়নি । তাকে পেয়ে আমি খুব খুশি। আমি ও অতিথিরা চুড়ান্ত অপ্রস্তুত হলাম দুপুরের খাবার সময়। মামা এই হিন্দু পরিবারটির সঙ্গে এক টেবিলে খাবেন না। এবং বারান্দায় বসে আমাদের শুনিয়ে শুনিয়ে সুরা বাংলা তর্জমাসহ বলতে থাকলেন।
যার মমর্ার্থ, বিধমর্ীদের সম্পর্কে কতোটা সচেতন থাকা দরকার। খেলাম নাতো গিললাম!প্রসঙ্গ চেঞ্জ করতে চাইলাম,অতিথিরাও মুখ গুঁজে পাত ছাড়লেন।
এই কথাগুলো মনে পড়লো, এক ব্লগারের সাম্প্রতিক ফতোয়ায়। কোন মুসলিম কোন অমুসলিমের ভাই হতে পারে কিনা! আমি আগেও একবার ওই চাম্পুকে জিঙ্গেস করেছিলাম,ধর্মচচ্চর্া এক পর্যায়ে মানুষের মানবিক গুনাবলী লোপ করে ফেলে কিনা!
পারিবারিক জীবন থেকেসামাজিক -রাষ্ট্রীয় জীবনেও এই কাঠ মোল্লাগুলোর উৎপাত! ওরা স্বপ্নে নির্দেশ পেয়ে নিজের সন্তান জবেহ করেছে এমন নজিরও রয়েছে। ফতোয়া দিয়ে মানুষ মারে।
হিল্লা বিয়ে করার ও করানো চক্রান্ত করে। বোমা মেরে, মানুষ মারে। জঙ্গী সংগঠন করে!
এই মানসিক প্রতিবন্ধিগুলোকে পুনর্বাসনের এখনই সময়!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।