[রং=রহফরমড়]ভাবনার ডানা মেলে উড়ছি আমি [গাঢ়]আনাড়ি[/গাঢ়][/রং]
গতকাল বিকেলে এলিফ্যান্ট রোডে গিয়েছিলাম একটা কার্টিজ কিনতে। যে দোকানে গিয়েছিলাম সেখানে দেখলাম একটা মেশিনে [গাঢ়]"উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 3[/গাঢ়] সেটআপ দেয়া হচ্ছে। সময় বেশী না থাকায় এই নিয়ে কোন কথা বলতে পারিনি সেখানে। এখন বেশ আগ্রহ বোধ করছি, কারণ লোডিং ইন্টারফেসটা দেখে ভাল লাগল। একদম গ্লেসি সিলভার কালারের। মাই কম্পিউটার, রিসাইকেল বিন, আর ফোল্ডার আইকন গুলো পরিবর্তন করা হয়েছে। আপনারা কেউ এই বিষয়ে বিস্তারিত জেনে থাকলে জানাবেন আসা করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।