আমাদের কথা খুঁজে নিন

   

বিএসইসি ভবনে আগুন আর তার তথ্য নিয়া তৈরী হওয়া বিভ্রান্তি...

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

আমার পেশার ধরনটাই এইরম যে টেলিভিশন স্টেশন গুলির লগে যোগাযোগ তৈরী হয়...অনেক বন্ধু বান্ধব এখন টেলিভিশন চ্যানেল গুলিতে চাকরী করতাছে। তো এতোসব কইলাম কারণ আমি আইজকা একটু বিভ্রান্ত হইছি...বিএসইসি ভবনে আগুণ লাগনের পর সংবাদ মাধ্যমে ঘোষণা দিয়া ঐ দুইটা টিভি চ্যানেল বন্ধ করা হইছে। মূখপাত্ররা কইছেন যে চ্যানেল দুইটার অনেক যন্ত্রপাতি পুইড়া ছারখার! আবার কিছু বন্ধু যারা এনটিভিতে চাকরী করে, তাগো ভাষ্যমতে এনটিভির তেমন কিছু ক্ষতি হয় নাই...কাগজপত্র পুড়ছে কিছু...আর বাইরের থেইকা দমকল বাহিনীর ছিটানো পানিতে ভিজা কিছু মেশিন নষ্ট হওনের সম্ভাবনা তৈরী হইছে, আর আরটিভির ব্রডকাস্ট সেকশনের ট্রানসমিশনের যন্ত্রের কিছু ক্যাবল পুইরা গেছে... আর কিছু অতি আগ্রহী বিশ্লেষকের মতে তেমন কিছু পুড়ে নাই, পুড়ছে প্রয়োজনীয় নথি-পত্র, যেইটা হয়তো তাগো সম্পত্তির যেই হিসাব দেওয়া হইছে সেইটার সাথে সম্পর্কীত ছিলো... শুনছি ঈসকান্দার সাহেবের ইসলামিক টিভি (আমাগে ত্রিভুজের প্রাণের টিভি) যেই অফিসে, ঐ অফিসে সব কাগজ পত্র পুইড়া গেছে...ডান্ডি ডায়িং-এরও একই অবস্থা। তো তিন সংবাদে তিনরম লাগতেছে ঐ টিভি স্টেশনগুলি আর ব্যবসা প্রতিষ্ঠান গুলির অবস্থা...কোনটারে ঠিক ধরুম?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।