ইচ্ছেমতো লেখার স্বাধীন খাতা....
আমাদের বাসায় খুব সুন্দর চারটা বাচ্চা বিড়াল আছে। এরা এই সেদিন হয়েছে, অবশ্য এর মধ্যে কিছুটা বড়ও হয়েছে। এদের মধ্যে দুটি ছেলে, দুটি মেয়ে।
অবশ্য পাড়ার গুণ্ডামতো একটা হুলো বিড়াল ইদানিং বাসায় ঘুরঘুর করে। আমি ওটাকে দেখলেই প্রচণ্ড তাড়া দেই।
আমাদের বাচ্চা বিড়ালগুলোর কাছে জঘন্য বখাটে, খারাপ হুলো বিড়ালটিকে কিছুতেই ঘেষতে দেওয়া যাবে না। কিছুতেই না!
কয়েকদিন হলো আমাদের একটা মেয়ে বিড়ালের পেট অন্যটি থেকে মোটা দেখে আমার একটু সন্দেহ হচ্ছিল। তবে কি হুলো বিড়ালটা...
গতকাল রাতে বাসায় ফিরে শুনি চিচি শব্দ। ব্যাপারটা কি, দেখতে গেলাম। আমার মা বিড়ালগুলোর খাওয়া-দাওয়া, পরিচর্যা, ডাক্তার, চিকিৎসা_এসব মহান দায়িত্বে নিয়োজিত আছেন।
যদিও তিনি আমার বিয়েটিয়ে বিষয়ে কখনো কোনো আগ্রহ দেখান না। তার কাছে জিজ্ঞাসা করে জানলাম একটু আগেই বিড়ালটা চারটি সন্তান জন্ম দিয়েছে।
যাই হোক শেষ খবর পাওয়া পর্যন্ত বিড়ালের মা এবং বাচ্চা সুস্থ আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।