আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া নিয়ে ভাবনা ও একজন হুলো বিড়াল

হলো না হয় এদিক ওদিক একটুখানি ভুল তাই বলে কী ছিড়তে হবে ন্যাড়া মাথার চুল। ভুল হয়েছে! ভুল হয়েছে! মুখ ভরেছে দাড়িতে ভাবখানা যেন রবীন্দ্রনাথ সে কড়ি নাইতো হাড়িতে। লিখতে গেলেই শিখতে হবে চায় না সে মানতে গায়ে পড়ে ঝগড়া বাঁধায় নজরে আনতে। তুইতো ব্যাটা হুলো বিড়াল হাড়ির পানে চাস অন্যের তেলে মাছ ভেঁজে ঠান্ডা ভাতে খাস। কবিতার রীতি থাক না থাক ছড়ার রীতি হয় ইচ্ছা মতো লিখলে ছড়া ছড়া সেতো নয়। তুইও জানিস তুইও মানিস মাছের তেলে মাছ... অন্য কেউ ধরলে রে তোর ভুল করিস মন্দ কাজ। হুলো বিড়াল দাড়ি গোফে মিছে চাস সুনাম বাঁধবে গলায় মাছের কাটা এবার ব্যাটা থাম। ৩০.০৬.১২## বিকেল ৫টা ৪৫মি. মামবি-প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।