ওয়ারেন বাফেটের নাম শুনেননি এমন মানুষ খুব একটা পাওয়া যাবে না। বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম এই ব্যবসায়ীর প্রাইভেট জেটটির নাম গালফস্ট্রিম ৪-এসপি। ১৯৫১ সালে সামান্য একজন সেলসম্যান হিসেবে জীবন শুরু করা মানুষটিই নিজের শ্রম আর ঐকান্তিক প্রচেষ্টায় ২০০৮ সালে বিশ্বের সেরা ধনী নির্বাচিত হন। তার প্রাইভেট জেটটির মূল্য ১৫ মিলিয়ন মার্কিন ডলার। এ গালফস্ট্রিম ৪-এসপি জেট বিমানটি সবচেয়ে বেশি বিক্রীত বিলাসবহুল বিজনেস ক্লাস জেট বিমানগুলোর মধ্যে অন্যতম।
১৬ আসনবিশিষ্ট জেটটির বসার ব্যবস্থা চোখে পড়ার মতো। উন্নত চামড়ার সঙ্গে আধুনিক ডিজাইনের সমন্বয়ে বানানো চেয়ারগুলো খুবই মনোরম। জেটটিতে শক্তিশালী রোলস-রয়েলস টাই ৬১১-৮ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যার ফলে এটি ভূমি থেকে ৪৫ হাজার উচ্চতায় উড়তে সক্ষম। জেটটি প্রতি ঘণ্টায় ৫২৪ মিটার বেগে উঠতে পারে।
এটি একবারে ৪৮৬০ মাইল উড়তে সক্ষম। শুধু চড়া মূল্য নয়, আধুনিকতার সবকিছুই রয়েছে এই বিমানে। ব্যক্তিগত ব্যবসা নিয়ে গোলটেবিল বৈঠকের জন্য রয়েছে বিলাসবহুল কনফারেন্স রুম। এ ছাড়া খোশমেজাজে গল্প করার জন্য রয়েছে বেশ কয়েকটি ড্রয়িং রুম। অন্যদিকে এই বিমানের ডাইনিং ও বেড রুমের রয়েছে সতন্ত্র বৈশিষ্ট্য।
রয়েছে ছোট একটি সিনেপ্লেঙ্, যেখানে একসঙ্গে ২০ জন দর্শক বড় পর্দায় ছবি দেখে সময় কাটাতে পারেন। সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ বিরাজ করে এই বিমানটিতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।