আমাদের কথা খুঁজে নিন

   

গালফস্ট্রিম ৫৫০

ভারতীয় বংশোদ্ভূত লক্ষ্মী মিত্তাল বিশ্বের সেরা ধনীদের একজন। তার ধনী হয়ে ওঠার গল্পটি সত্যিই প্রেরণা জোগায়। তার ঐকান্তিক প্রচেষ্টার ফসল পৃথিবীর সবচেয়ে বড় স্টিল কোম্পানি আরসেলর মিত্তাল। আর এরকম ধনী ব্যক্তির প্রাইভেট বিমান থাকবে না

তা তো চিন্তা করা যায় না। বিশ্বের আলোচিত এ ধনী ব্যক্তি সব সময় ব্যক্তিগত ইচ্ছাকে মূল্যায়ন করেন।

আর শখ পূরণ করতে তিনি কিনেছেন ব্যক্তিগত জেট বিমান। ধনকুবের মিত্তালের ব্যক্তিগত জেট বিমানের নাম গালফস্ট্রিম ৫৫০। পৃথিবীর আধুনিক এবং বিলাসবহুল প্রাইভেট জেট বিমানের মধ্যে অন্যতম গালফস্ট্রিম ৫৫০। এই একই মডেলের প্রাইভেট জেট বিমান ধনকুবের মিশেল ডেল, মার্ক কুবান এবং কুমার বিরলা ব্যবহার করেন। তাকে প্রায়ই বিলাসবহুল এ এয়ারক্রাফটে চড়ে বেড়াতে দেখা যায়।

বিশ্বের যে কোনো প্রান্তে ছুটে বেড়ান এর মাধ্যমে। দ্রুত সম্পন্ন করেন ব্যবসায়িক কর্মজজ্ঞ। তাই বিমানের ভেতরেই রয়েছে একটি বাড়ির পরিবেশ। যেখানে সব কিছুই রয়েছে হাতের নাগালে। রোলস-রয়েলস প্রাইভেট জেটগুলোর মধ্যে অন্যতম এই গালফস্ট্রিম ৫৫০।

এই প্রাইভেট জেটটি প্রতি ঘণ্টায় ৬৭৫ মাইল বেগে চলতে সক্ষম। বিমানটির প্রত্যেক যাত্রীর জন্য আলাদা আলাদা মনিটর রয়েছে। এ ছাড়া আধুনিক আসন

ব্যবস্থার পাশাপাশি জেট বিমানটিতে রয়েছে মিটিং এবং শোয়ার ঘরের ব্যবস্থা। এ ছাড়া এই জেট বিমানের নিরাপত্তার জন্য রয়েছে

বিশেষ বাহিনী। তৈরি হয়েছে ব্যক্তিগত একটি মিনি বিমানবন্দর।

যেখানে রয়েছে সুরক্ষিত হ্যাঙ্গার।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।