আমাদের কথা খুঁজে নিন

   

গালফস্ট্রিম এসআর-২২

অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রুপার্ট মারডককে মিডিয়া জগতের মুঘল বলা হয়। তিনি ধারাবাহিকভাবে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে অন্যতম। তিনিই সেই সফলদের একজন, যিনি বাবার ব্যবসার সম্প্রসারণ ঘটিয়ে 'দ্য নিউজ কর্পোরেশন' নামক নামিদামি মিডিয়া গ্রুপ গড়ে তোলেন। বিলিয়নিয়ার হিসেবে পরিচিত মারডকের ব্যক্তিগত জীবন খুবই বিলাসিতাময়। তার ব্যক্তিগত জেট বিমান রয়েছে দুটি।

তার সম্পদের তালিকায় রয়েছে গালফস্ট্রিম ৫৫০-এসআর ২২। এই গালফস্ট্রিম অন্য যে কেনো স্ট্রিমের তুলনায় ব্যতিক্রম। বর্তমান বিশ্বের স্টাইলিশ এবং নান্দনিকতাময় বিজনেস জেট এটি। এ বিজনেস জেটটির গতি এবং কার্যক্ষমতা এতটাই যে, অনায়াসে নিউইয়র্ক থেকে টোকিও ভ্রমণ করা যায়। গালফস্ট্রিম যে শুধু দ্রুতগতিতে ভ্রমণ সুবিধা দেয় তা নয়, পাশাপাশি এতে রয়েছে বিলাসবহুল এবং আরামদায়ক কেবিন ব্যবস্থা।

জেটটিতে ১৮ জন ভ্রমণ করতে সক্ষম। জেটটির ককপিটে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২০০৯ সালে বাজারে আসার পর জেটটির বর্তমান মূল্য ৪২.৯ মিলিয়ন ডলার। মারডকের আরেকটি ব্যক্তিগত জেট বোয়িংয়ের বিজনেস প্রাইভেট জেট ৭৩৭। এটিও প্রথমটির চেয়ে কোনো অংশে কম নয়।

এই জেটটিতে রয়েছে অত্যাধুনিক এয়ারফ্রেম, শক্তিশালী পাখা এবং উন্নতমানের ল্যান্ডিং গিয়ার ব্যবহার করা হয়েছে। বিজনেস জেটটিতে ১৮ যাত্রী পরিবহন সুবিধা রয়েছে। বর্তমানে জেটটির বাজারমূল্য ৬২ মিলিয়ন ডলার। জানা গেছে, আরও জেট কেনার চিন্তাভাবনা করছেন এই মিডিয়া মুঘল। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই আরও একটি জেট যোগ হবে তার এই গালফস্ট্রিম বহরে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।