কিছু পোলাপান হুদাই স্ট্যাটাস দিবে। ধরেন কেউ তাকে msg এ জিঙ্গেস করছে কেমন আছেন ?
সাথে সাথে সে স্ট্যাটাস দিবে ,'অনেকদিন আপনাদের খোজ নেওয়া হয় না ,আমি ভালো আছি ,আপনারা কেমন আছেন ?'
আবার ধরেন আগের স্ট্যাটাসে কেউ কমেন্ট করছে । তার জবাব ও দিবে স্ট্যাটাস দিয়ে ।
ভাত খাওয়াকে অনেকে একটা মিশন মনে করে । সেই মিশনের আপডেট দেওয়া টাকে সে আবার জাতীয় দায়িত্ব মনে করবে ।
'হাত ধুলাম ,মরিচ কামড় লাগছে ,গলায় ঠেকছে ' এই ধরনের স্ট্যাটাস ।
আবার ইদানীং কালে 'স্ট্যাটাস নিয়া গেল চিলে ' টাইপ কথাবার্তা তো আছেই ।
তবে আরো মজার ব্যাপার হচ্ছে বর্তমানে ছেলেরা এমন কাজ বেশি করতেছে ,যদিও আগে ব্যাপারটা মেয়েদের দখলে ছিল ।
অবশেষে একটি কথা ,আপনি স্ট্যাটাস দিয়ে কোনদিন ই দেশ উদ্ধার করতে পারবেন না । কারো উপকারেও আসবে না ।
(বিভিন্ন সাহায্য চেয়ে দেওয়া স্ট্যাটাস অবশ্য কাজে আসে । )
সুতরাং ফেসবুকে বসে দেশ উদ্ধার করা থেকে বিরত থাকুন । নিজে বাচুন ,আমাদের মত সাধারন মানুষকে বাচান । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।