অচেনা পথে হাটতে চাই অনেক দুর
সস্তায় যে কোন কাজ সেরে ফেলা যে কত আনন্দের তা বলে বোঝানো যাবে না। সবাই চায় সস্তায় কাজ সারতে। আমরাও তার ব্যতিক্রম নই। বাজারে গেলে সস্তায় মাছ কেনা,গোশত কেনা,কত যে মজার। সস্তায় কেনার পর মনে একটা আনন্দ পাওয়া যায়।
যাই হোক এগুলা আজাইরা কথা। তয় আজ আপনাগো এমন একটা বুদ্ধি দিমু যা শুইনা আপনাগো অনেকের বোঝা হালকা হইবো। তয় কথা দেন যাই করবেন আমারে একটু স্মরন কইরেন,তা হইলে আমি খুশি। হে হে হে। দিন যত যাইতাছে আমাগো বয়স ও বাড়তাছে।
তা যারা বিবাহ উপযুক্ত তারা এতে বেশি উপকারী হবেন। হে হে আশা রাখি ইনশাআল্লা আপনাদের সমস্যা লাঘবের উপায় দিতে পারবো। যাই হোক শুরু করি জনস্র্বাথে আমার সেই বুদ্ধি।
>আপনি বিবাহ উপযুক্ত?
>বয়স বেশি হয়ে যাচ্ছে?
>টাকার কথা চিন্তা করে বিবাহের সাহস পাচ্ছেন না?
>বিয়ের খরচের কথা শুনলেই আপনার মাথা চক্কর মারে?
>কিন্তু তার পরেও বিয়া কথা উঠলেই আপনার মনের কোনে একটা পিতলা হাসি আইয়া পড়ে?
নো চিন্তা .................ডু ফর্ুতি................ আমি আছি না। আপনার সব সমস্যা শেষ হয়ে যাবে।
সস্তায় এই কামড়া সারোনের একটা সলিড বুদ্ধি দিমু আজ আপনাগো।
................>
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।